গাজীপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:০৬ পিএম, ২৫ মে,
বুধবার,২০২২ | আপডেট: ০৮:১৪ এএম, ১১ ডিসেম্বর,
বুধবার,২০২৪
সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উদ্দেশ্যে কটুক্তি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের শান্তিপূর্ণ মিছিলে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপর ছাত্রলীগ এর অতর্কিত হামলার প্রতিবাদে গাজীপুর চান্দনা চৌরাস্তায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজ বুধবার বাসন মেট্রো থানা ছাত্রদলের আহবায়ক মোঃ লুৎফুর রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়।
মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, বাসন মেট্রো থানা ছাত্রদল আহবায়ক লুৎফর রহমান, মহানগর ছাত্রদল নেতা শাহাজাদা সোহাগ, নজরুল ইসলাম, বাসন মেট্রো থানা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক সজল বাপ্পি, মোঃ ইউনুস, আবু সুফিয়ান।
বক্তারা বলেন, দেশনেত্রীকে উদ্দেশ্য করে কটুক্তি করায় অবিলম্বে বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার দাবি জানান এবং অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিঃশর্ত মুক্তির দাবি জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ মিছিলে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপর ছাত্রলীগের নেক্কারজনক হামলার তীব্র নিন্দা জ্ঞ্যাপন পূর্বক যেকোন পরিস্থিতি মোকাবেলায় সকল নেতাকর্মীদের প্রস্তত থাকার আহবান জানান।
এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ার্ড ছাত্রনেতা রাশেদুল ইসলাম রানা, আলী, রায়হান হোসেন রাসেল, জাহিদ হাসান জয়, আরমান হোসেন, এস এম জনী, বিজয় দাস, শহিদুল, লিয়াকত, রাজিব, ওহাব, দেলু, ফজর আলী বাবু, সাজিন ফকির, ইমাম হাসান সৌরভ, রাহিম, ফেরদৌস, ওসমান, রিদয়, আশিকুল ইসলাম, আনাফ, রানা, মুন্না, সাজ্জাদ, রনি ও মোঃনজরুল অন্যান্য নেতৃবৃন্দ।