না’গঞ্জে ফতুল্লায় যুবলীগ সন্ত্রাসী পিচ্চি মিজান গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:২৮ পিএম, ২৫ মে,
বুধবার,২০২২ | আপডেট: ০৪:৩০ পিএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
নারায়ণগঞ্জের ফতুল্লার যুবলীগের আলোচিত সন্ত্রাসী মাসুদুর রহমান মিজান ওরফে পিচ্চি মিজানকে (৩৮) দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার বিকেলে ফতুল্লার মাসদাইর কবরস্থান সংলগ্ন একটি গোডাউন থেকে পিচ্চি মিজানকে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা। মিজান মাসদাইর পাকাপুল এলাকার আফজাল হোসেনের ছেলে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ রেজাউল হক দীপু বলেন, সন্ত্রাসী পিচ্চি মিজানকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয়রা জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে চাপাতি, রামদা, ছোরাসহ পিচ্চি মিজানকে আটকের খবর জানান। পরে দেশীয় তৈরি অস্ত্রসহ মিজানকে গ্রেফতার করে থানায় আনা হয়। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।