ঢাবিতে ছাত্রদলের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে মশাল মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৩৪ পিএম, ২৫ মে,
বুধবার,২০২২ | আপডেট: ০২:৪৮ পিএম, ১ জানুয়ারী,
বুধবার,২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের উপর ছাত্রলীগ সন্ত্রাসীদের পৈশাচিক হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায় বিক্ষোভ ও মশাল মিছিল করেছে।
গতকাল মঙ্গলবার (২৪ মে) রাত নয়টায় দাপা ইদ্রাকপুর এলাকায় বিক্ষোভ ও মশাল মিছিলটি অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান মানিকের নেতৃত্বে বিক্ষোভ ও মশাল মিছিলে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাগর সিদ্দিকী, নিলয়, যুগ্ম-সম্পাদক মেহেদি হাসান, নাজমুল হাসান বাবু, মোরশেদ আলম, রবিউল ইসলাম, সাজ্জাদ হোসেন সাজ, সাহাবুদ্দিন জয়, আরিফ হাসান, জীবন আহম্মেদ, লেলিন আহম্মেদ, রমজান আলী সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
মিছিলটি ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের দাপা বালুর ঘাট থেকে শুরু করে পোস্ট অফিস বাস স্ট্যান্ড এলাকায় এসে শেষ হয়।