তারেক রহমানকে কৃতজ্ঞতা জানিয়ে সাতকানিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির আনন্দ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৩৬ পিএম, ২৪ মে,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৭:৩৭ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
দীর্ঘদিন পর সাতকানিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির কমিটি ঘোষণা করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সাতকানিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে সাতকানিয়া বাংলা ক্লাবের সামনে হতে সকাল ১১টায় সাতকানিয়া উপজেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক জামাল হোসেনের নেতৃত্বে আনন্দ মিছিল দেউদীঘি বাজারে গিয়ে সমাবেশ করে। সাতকানিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক জামাল হোসেনের সভাপতিত্বে ও সদস্যসচিব গোলাম রাসূল মোস্তাকের সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্য জামাল হোসেন বলেন, সকলে মিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন ত্বরান্বিত করতে হবে এবং দেশনায়ক তারেক রহমানকে এদেশে বীরের বেশে ফিরিয়ে আনতে দলকে সুসংগঠিত করে ঐক্যবদ্ধ আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। সকল ভেদাভেদ ভুলে গিয়ে সবাই কাঁদে কাঁদ মিলিয়ে এক মায়ের সন্তান হিসেবে দল ও দেশের জন্য কাজ করতে হবে।
মিছিল ও সমাবেশে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অধ্যাপক এহসান মৌওলা, সাতকানিয়া পৌরসভা বিএনপির আহবায়ক শওকত আলী চৌধুরী, সদস্যসচিব আবদুর রহিম চৌধুরী, সাতকানিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ এম এ রহিম, আহমদুল হক সিকদার, মোহাম্মদ লোকমান মেম্বার, আব্দুল মোমেন চৌধুরী, আবদুর রহিম মেম্বার, জিয়াবুল হোসেন চৌধুরী, হাজী ছামাদ, সাতকানিয়া পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ রফিক, মোহাম্মদ ফেরদৌস, মঈন উদ্দিন মোহাম্মদ জাহেদ, মোতাহের হোসেন মামুন, জয়নাল আবেদীন, সাতকানিয়া উপজেলা বিএনপির সদস্য আবুল কালাম, আবদুল আলীম, মোহাম্মদ মোর্শেদুল আলম, এম সোহেল রানা সওদাগর, মোহাম্মদ ইসমাইল, শাহ আলম, মোহাম্মদ রফিক, মো. ইউনুছ সওদাগর মেম্বার। আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা হারুনুর রশীদ, এস এম নূরুল হক, রমজান আলী, যুবদল নেতা নেজাম উদ্দিন, এস এম জাহেদ, ইকবাল হোসেন রুবেল, নাজমুল হাসান সম্রাট, নাজিম উদ্দীন, মিজানুর রহমান, মোহাম্মদ কায়সার, আবুল কাসেম আযাদ, মোহাম্মদ শাজাহান, উত্তর সাতকানিয়া যুবদল নেতা মোহাম্মদ কামাল হোসেন, আমান তানজিব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ দেলোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক মোহাম্মদ শাকিল, সায়মুন খান, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মোস্তাফিজুর রহমান মিন্টু, স্বেচ্ছাসেবক দল এহসানুল করিম, তারেক মাহমুদ রিদুয়ান, ছাত্রদল নেতা আনিসুর রহমান, আশিক, জামশেদ, আনিস, মহিম, ফাহিম, তোহা, ইমন, রাফি, উত্তর সাতকানিয়া কৃষক দল নেতা মোহাম্মদ মহিউদ্দিন, মিসকাতুন্নাবী মিসকাতসহ অসংখ্য নেতাকর্মী।