পাবনায় জাসাসের পরিচিত সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:১৬ পিএম, ২৪ মে,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১০:৫৯ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
পাবনায় বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) আহ্বায়ক কমিটির পরিচিত সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
গত রবিবার বিকাল ৪:৩০ টায় পাবনা প্রেস ক্লাবের অডিটোরিয়াম রুমে জেলা জাসাসের পরিচিত সভা শুরু হয়।
ছবির গল্পের পাবনার সমন্বয়ক আব্দুর রায়হান নয়নের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা জাসাসের সদস্য সচিব জুবায়ের খান প্রিন্স।
ভার্চ্যুয়ালে স্বাগত বক্তব্য দেন ছবির গল্পের সিলেট বিভাগের সমন্বয়ক এলিন শেখ।
ভার্চ্যুয়ালি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাসাসের কেন্দ্রীয় সদস্য সচিব জাকির হোসেন রোকন এবং প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন ছবির গল্পের উপদেষ্টা সম্পাদক ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।
পাবনা সরকারি মহিলা কলজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর আব্দুল করিম জেলা জাসাসের আহ্বায়ক খালেদ হোসেন পরাগকে, পাবনা প্রেস ক্লাবের সহ-সভাপতি মির্জা আজাদ জেলা জাসাসের যুগ্ম আহব্বায়ক আব্দুল মান্নান ভূঁইয়াকে, পাবনা জনপ্রিয় দৈনিক সিনসা পত্রিকার সম্পাদক এসএম মাহবুব আলাম জেলা জাসাসের সদস্য সচিব জুবায়ের খান প্রিন্সকে, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু জেলা জাসাসের সদস্য ডাঃ ক্যাপ্টেন সরয়ার জাহান ফয়েজকে (অবঃ) এবং সাংবাদিক জহুরুল ইসলাম জেলা জাসাসের সদস্য মোঃ মনিরুজ্জামানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং পরিচয় করিয়ে দেন।
এসময় আরও উপস্থিতি ছিলেন পাবনা সদর উপজেলা বিএনপির সদস্য-সচিব এমএ হাসেম, পৌর বিএনপির সদস্য সচিব ডাঃ আহমেদ মোস্তফা নোমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাসুদ রানা, জেলা যুব দলের সাবেক সভাপতি মোসাব্বির হোসেন সঞ্জু, সাবেক সাধারণ সম্পাদক হিমেল রানা সহ প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছবির গল্পের রাজশাহী বিভাগের সমন্বয়ক তাইজুল ইসলাম।
এরপর পাবনায় স্থানীয় জনপ্রিয় শিল্পীরা গান, নাচ, নৃত্য পরিবেশন করেন।