ফরিদপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:১৭ পিএম, ২৪ মে,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৮:৩৬ পিএম, ৭ জানুয়ারী,মঙ্গলবার,২০২৫
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হত্যার হুমকি দিয়ে কুটুক্তি এবং জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলামের উপর অতর্কিত হামলা ও দেশব্যাপী ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা-মামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ফরিদপুরে পৃথক পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল।
গতকাল সোমবার (২৩ মে) সকালে জেলা ছাত্রদলের সভাপতি আদনান হোসেন অনুর নেতৃত্বে শহরের ভাঙ্গা রাস্তার মোড় হতে পুরাতন বাসস্ট্যান্ড অভিমুখে একটি বিক্ষোভ মিছিল করা হয়।
ফরিদপুর মহানগর ছাত্রদলের উদ্যোগে বিকেল ৩ টার দিকে ফরিদপুর পৌর অডিটোরিয়ামের সামনে থেকে আরেকটি মিছিল বের করে ভাঙ্গা রাস্তার মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ করা হয়।
এসময় পুলিশের বাধা এবং হামলায় সমাবেশ পন্ড হয়ে যায় বলে নেতৃবৃন্দ অভিযোগ করেন।
এছাড়া সকালে শহরের ব্রক্ষসমাজ সড়ক হতে জেলা ছাত্রদলের যুগ্ন সম্পাদক খায়রুল ইসলাম রুমান ও সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন মিঠুর নেতৃত্বে আরেকটি মিছিল বের করা হয়।