ঢাকা জেলা ছাত্রদল উত্তর এর মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:২১ পিএম, ২৪ মে,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৬:০৪ পিএম, ৯ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৫
অগণতান্ত্রিক সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি ঈর্ষাপরায়ণ কুটুক্তি ও পরোক্ষভাবে মৃত্যর হুমকি এবং ছাত্রদল কেন্দীয় সংসদের বিপ্লবী সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ এর উপর পুলিশি হামলা-মামলা ও ছাত্রদল নেতা জাসামকে গুম করার অপচেষ্টা, সারাদেশে সাড়াশি গ্রেফতারের প্রতিবাদে ঢাকা জেলা ছাত্রদল উত্তর এর পক্ষ থেকে ঢাকা জেলা ছাত্রদল উত্তরের সংগ্রামী প্রতিষ্ঠাতা আহবায়ক এর নেতৃত্বে মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়।
গতকাল সোমবার (২৩ মে) বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ঢাকা জেলা ছাত্রদলের সংগ্রামী আহ্বায়ক বলেন, যে কোনো মূল্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ মুক্ত করা হবে, মুক্ত করা হবে অবরুদ্ধ গণতন্ত্র। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোন কুরুচিপূর্ণ কটুক্তি করা হলে রাজপথের ফায়সালার মাধ্যমে তার ন্যায্য জবাব দেওয়া হবে। ঢাকা জেলা ছাত্রদল উত্তর এর নেতৃবৃন্দ সর্বদা রাজপথে সক্রিয় রয়েছি এবং যে কোন আন্দোলন সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা ঢাকা জেলা ছাত্রদল উত্তরের নেতৃবৃন্দ বুকের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও সকল পরিস্থিতি মোকাবেলা করে আমাদের নেতা দেশ নায়ক জনাব তারেক রহমানের "টেক ব্যাক বাংলাদেশ" বাস্তবায়ন করব,, ইনশাহআল্লাহ।