টাঙ্গাইলে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে পুলিশের বাঁধা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৩৫ এএম, ২৪ মে,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১০:৪৯ এএম, ৩ জানুয়ারী,শুক্রবার,২০২৫
সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি কটুক্তি ও কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের উপর পুলিশি হামলা-মামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে টাঙ্গাইলে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল পুলিশি বাঁধায় পন্ড হয়ে যায়।
গতকাল সোমবার (২৩ মে) সকালে টাঙ্গাইল জেলা ছাত্রদলের উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
সকাল ১১টা থেকে বিভিন্ন ইউনিটের ছাত্রদল নেতাকর্মীরা শহরের ভিক্টোরিয়া রোডস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে সমবেত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করতে চাইলে তাতে বাঁধা প্রদান করে পুলিশ। পরে পুলিশি বাধাঁর মুখে সেখােেনই বিক্ষোভ করে ছাত্রদল নেতৃবৃন্দ।
উক্ত বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাবেক ছাত্রনেতা মাহমুদুল হক সানু, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জেলা ছাত্রদলের সাবেক সফল সভাপতি হাসানুজ্জামিল শাহীন, যুগ্ম আহ্বায়ক জেলা ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক কাজী শফিকুর রহমান লিটন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক জেলা যুবদলের সদস্য সচিব কে এম তৌহিদুল ইসলাম বাবু, যুগ্ম আহ্বায়ক সৈয়দ হাবিবুল আলম শাতিল, এ কে এম আব্দুল্লাহ, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাকিলুর রহমান শাওন, সুমন বাপ্পি, আতিকুর রহমান সোহান, আবিদ হাসান নূর, হাসান আলী, জুলকার নাঈম শিশির, মোঃ কায়সার রহমান লিমন, মীর নাঈম, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহরিয়ার হাসান শাতিল, সদস্য সচিব আব্দুর রাজ্জাক, সরকারি সা'দত বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাসান আলী রিমন, খায়রুল ইসলাম আকাশ, সরকারি এম এম আলী কলেজ ছাত্রদলের আহ্বায়ক শাকিল, জেলা ছাত্রদলের সম্মানিত সদস্য বিভিন্ন ইউনিট ছাত্রদলের নেতৃবৃন্দ।
বক্তারা, সারাদেশে ছাত্রদলসহ বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মীদের উপর হয়রানী মুলক মিথ্যা মামলা, গুম ও সাড়াশি অভিযানের তীব্র প্রতিবাদ জানান এবং তা অনতিবিলম্ভে বন্ধ করার দাবী জানান।
সমাবেশে বিএনপি, ছাত্রদল ও সহযোগি সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।