মাগুরায় জেলা ছাত্রদল সভাপতি-সা'সম্পাদকসহ আটক ৯
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:২৭ এএম, ২৪ মে,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১২:৪২ পিএম, ১১ ডিসেম্বর,
বুধবার,২০২৪
মাগুরায় বিক্ষোভ মিছিলের প্রস্তুতির সময় জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৯ জনকে আটক করেছে পুলিশ।
গতকাল সোমবার (২৩ মে) দুপুরে বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে জেলা গোয়েন্দা (ডিবি) ও সদর–থানা পুলিশের সদস্যরা তাঁদের আটক করেন।
পুলিশ জানিয়েছে, অনুমতি ছাড়া সমাবেশে জড়ো হওয়ার অভিযোগে তাঁদের আটক করা হয়েছে।
জেলা ছাত্রদল নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে কটূক্তি ও কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতিকে পুলিশি হয়রানির প্রতিবাদে সোমবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলায় বিক্ষোভ মিছিল ছিল। এ উদ্দেশ্যে সকাল থেকে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে জড়ো হচ্ছিলেন তাঁরা।
এ সময় জেলা গোয়েন্দা পুলিশ ও সদর থানা–পুলিশের সদস্যরা ঘটনাস্থলে এসে জেলা ছাত্রদল সভাপতি আবদুর রহিম ও সাধারণ সম্পাদক এ এস এম আবু তাহের সবুজ সহ ৯ জনকে আটক করে নিয়ে যান। তবে পারনান্দুয়ালী এলাকায় ঢাকা–খুলনা মহাসড়কের পাশে ছাত্রদলের নেতারা সংক্ষিপ্ত পরিসরে বিক্ষোভ মিছিল করেন।
জানতে চাইলে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মুনতাসির শান্ত বলেন, ‘কেন্দ্রঘোষিত কর্মসূচি বাস্তবায়নের জন্য সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে আমরা অনুমতি চেয়ে আবেদন করেছিলাম। শহরে বিক্ষোভ মিছিল করার পরিকল্পনা ছিল আমাদের। তবে শহরের বিভিন্ন পয়েন্টে ছাত্রলীগসহ ক্ষমতাসীন দলের নেতা–কর্মীরা অবস্থান নিয়েছিলেন। এমন পরিস্থিতির মধ্যেই ভায়না দলীয় কার্যালয়ের সামনে জড়ো হই আমরা। কিন্তু তখনই পুলিশের লোকজন এসে কোনো কারণ ছাড়াই নেতা–কর্মীদের আটক করে নিয়ে যান।’
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, ছাত্রদল নেতাদের সভা–সমাবেশের কোনো বৈধ আদেশ ছিল না। মহাসড়কে তাঁরা অবৈধভাবে জমায়েত হচ্ছিলেন। এ কারণে তাঁদের আটক করা হয়েছে। তাঁদের ধ্বংসাত্মক কোনো পরিকল্পনা ছিল কি না এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।