ঢাবিতে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:১৩ এএম, ২৪ মে,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১২:২২ পিএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ছাত্রদলের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। হামলায় ছাত্রদলের অন্তত ৩১ জন নেতাকর্মী আহত হয়েছেন।
আজ মঙ্গলবার (২৪ মে) সকাল পৌনে ১০টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় জড়ো হওয়ায় ছাত্রদল নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিত এ হামলা চালায় বলে অভিযোগ করেন ছাত্রদলের নেতারা।
জানা গেছে, পদ্মাসেতুকে ঘিরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি মন্তব্যের প্রতিবাদে টিএসসিতে সমাবেশ করেছিল ছাত্রদল। বিভিন্ন হলে পাল্টা প্রতিবাদ সমাবেশ করে ছাত্রলীগ। এরপর থেকেই ঢাবিতে উত্তপ্ত পরিবেশ তৈরি হয়। আজ সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলন ডেকেছিলেন ছাত্রদলের নেতারা। সেই লক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় জড়ো হয়েছিলেন তারা।
এসময় ছাত্রলীগের নেতারা ছাত্রদলের ওপর অতর্কিত হামলা চালায়। শুরু হয় দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া। এতে ছাত্রদলের ৩১ জন নেতাকর্মী আহত হন।
আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।