ময়মনসিংহে মহানগর-উত্তর ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৪৮ পিএম, ২৩ মে,সোমবার,২০২২ | আপডেট: ০৭:৫০ এএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
ময়মনসিংহে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর ও উত্তর জেলা ছাত্রদল।
আজ সোমবার দুপুরে ও বিকেলে পৃথক পৃথক ভাবে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিএনপির কারাবন্দি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে নিয়ে কটুক্তি, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবনের উপর পুলিশি হামলা ও ছাত্রদল নেতা জাসামকে গুম চেষ্টার প্রতিবাদে এই কর্মসূচী পালন করে ছাত্রদল।
এ কর্মসূচির অংশ হিসেবে বিকেলে নগরীর বাউন্ডারী রোড এলাকা থেকে মহানগর ছাত্রদলের সভাপতি নাইমুল করিম লুইন ও সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবিনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে পূরবী সিনেমা হলের সামনে গিয়ে শেষ হয়। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ গ্রহণ করে।
এর আগে দুপুরে নগরীর পাটগুদাম এলাকায় পৃথক ভাবে আরেকটি বিক্ষোভ মিছিল করেছে উত্তর জেলা ছাত্রদল। এই মিছিলে উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রায়হান শরীফ হলুদের নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সহ সভাপতি আমিনুল ইসলাম ভুঁইয়া ইথেন, যুগ্ম সম্পাদক রফিকুল হিমেল ইসলাম হিমেল, জেলা ছাত্রদল নেতা সাইফুজ্জামান সরকার শাওন, ফুলপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক সুজা, ধোবাউড়া উপজেলা ছাত্রদলের আহবায়ক জালাল, হালুয়াঘাট উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আলামিন, গৌরীপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মানিক, হালুয়াঘাট উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এমআর আলামিন প্রমূখ।