খালেদা জিয়াকে কটুক্তির প্রতিবাদে শ্রীপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:২৮ পিএম, ২৩ মে,সোমবার,২০২২ | আপডেট: ০৬:০৯ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তায় আজ সোমবার বেলা ১২ টায় শ্রীপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিয়াউল করিম মোড়ল রিফাতের নেতৃত্বে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে কটুক্তি করায় ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনুকুল ইসলাম শ্রাবণকে বারবার অবৈধ ভাবে গ্রেফতারের চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ারেছুল ইসলাম রানা। শ্রীপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সাদ্দাম হোসেন, বাপ্পি সরকার, সাখাওয়াত সবুজ, আহ্বায়ক সদস্য আরিফ, শ্রীপুর পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক নাইম শিকদার, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাহফুজ সরকার, মিথিন মিয়া, জুলফিকার হায়দার রিফাত, মোমেন মিয়া, রবিন, ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক একান্ত, সেলিম, সিয়াম, ইফরান, শান্ত, সিনিয়র সহ-সভাপতি সজিব, তানবীর, মোমেন, খাইরুল, যুগ্ম-সম্পাদক সেলিম শেখ, সাংগঠনিক সম্পাদক তাহসিন, রিজভী, তাকবির, আশিক, খোকা ও আব্দুল্লাহ প্রমুখ।