চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:১৫ পিএম, ২৩ মে,সোমবার,২০২২ | আপডেট: ০৩:৪৯ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
অবৈধ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তক সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি ঈর্ষাপরায়ণ কটূক্তি ও পরোক্ষভাবে হত্যার হুমকি-ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতির উপর হামলা মামলা, গুম ও সারাদেশে সাড়াশি গ্রেফতারের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ।
আজ সোমবার সারাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেয়। অবৈধ সরকারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি ঈর্ষাপরায়ণ কটূক্তি ও পরোক্ষভাবে হত্যার হুমকি-ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতির উপর হামলা মামলা,গুম ও সারাদেশে সাড়াশি গ্রেফতারের প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্রদল এই কর্মসূচির নির্দেশ দেয়।
কর্মসূচির অংশ হিসাবে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতার নেতৃত্বে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অংশ নেয়।জেলা ছাত্রদলের মিছিল শহর প্রদক্ষিণ করার সময় থানার সামনে আসলে পুলিশি বাঁধার মুখে পড়ে।বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা, সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, সহসভাপতি সাইফুল ইসলাম,রনি জোয়ার্দ্দার,মীর শুভ জামান,সাহাবুদ্দীন আহমেদ বুদ্দীন,আশিকুর রহমান,শরিফুল ইসলাম ছোটন,যুগ্ম সম্পাদক আমান উল্লাহ আমান, আরিফ আহমেদ শিপ্লব,সাইমুম আহমেদ ইকবাল সহ জেলা ও ইউনিটের নেতৃবৃন্দ।