খালেদা জিয়ার প্রতি কটুক্তর প্রতিবাদে জাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০৩ পিএম, ২৩ মে,সোমবার,২০২২ | আপডেট: ০১:৫৪ পিএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
অবৈধ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি কটুক্তি ও পরোক্ষভাবে হত্যার হুমকি এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের উপর পুলিশি হামলা- মামলা ও গ্রেফতারের অপচেষ্টা, ছাত্রদল নেতা জাসাম কে গুম করার অপচেষ্টা ও সারাদেশে সাড়াশি গ্রেফতারের প্রতিবাদে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ঘোষিত বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
আজ সোমবার (২৩ মে) সকালে বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে শুরু হয়ে ঢাকা আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে।
উক্ত মিছিলে উপস্থিত ছিলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদ্য সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন মোঃ বাবর, শহীদ সালাম বরকত হলের যুগ্ম আহ্বায়ক মোঃ আফ্ফান আলী, সদ্য সাবেক যুগ্ম সম্পাদক রাধেশ্যাম বিশ্বাস রাজেশ, শহীদ রফিক জব্বার হলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাশিদুল ইসলাম রোমান, শেখ মুজিব হলের ছাত্রনেতা সাইফ আল হাসান, শেখ মুজিব হল ছাত্রনেতা মাজহারুল আমিন তমাল, সালাম বরকত হল ছাত্রনেতা ইনজামামুল হক তুহিন, রবীন্দ্রনাথ হল ছাত্রনেতা সালমান আহমেদ, মীর মশাররফ হল ছাত্রনেতা মেহেদী হাসান, ছাত্রনেতা রুবেল হোসেন, লিমন আহমেদ, রকি, ইমন, শিলন, কাওছার সহ বিভিন্ন হলের নেতৃবৃন্দ।