কেশবপুরে বিএনপির সদস্য সংগ্রহ ফরম বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৩৮ পিএম, ২২ মে,রবিবার,২০২২ | আপডেট: ০৯:৩৬ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
যশোরের কেশবপুরর বিদ্যানন্দকাটি ইউনিয়নে বিএনপির সদস্য সংগ্রহ ফরম বিতরণ করা হয়েছে।
গতকাল শনিবার (২১ মে) বিকালে ওই ইউনিয়ন বিএনপির নব গঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা শেষে ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের মাঝে বিএনপির সদস্য সংগ্রহ ফরম বিতরণ করেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আবুল হোসেন আজাদ।
ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাস্টার খলিলুর রহমানের সভাপতিত্বে ভান্ডারখোলা মাদ্রাসায় অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আবুল হোসেন আজাদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা বিএনপির আহ্বায়ক মশিয়ার রহমান, যুগ্ম-আহবায়ক প্রভাষক আব্দুর রাজ্জাক।
আরো বক্তব্য রাখেন থানা বিএনপির যুগ্ম-আহবায়ক চেয়ারমান প্রভাষক আলাউদ্দিন আলা, মাসুদুজ্জামান মাসুদ, রেজাউল ইসলাম, হুমায়ুন কবীর সুমন।
এ সময় বিদ্যানন্দকাটি ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহবায়ক আব্দুস সাত্তার, কামরুল গাজি, জামাল উদ্দীন, ফারুক খান, জিয়াউর রহমান, আব্দুস সালাম, বাবর আলী প্রমূখসহ নব গঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।