খালেদা জিয়ার প্রতি কটুক্তির প্রতিবাদে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:২৫ পিএম, ২২ মে,রবিবার,২০২২ | আপডেট: ০৬:০১ পিএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
অগণতান্ত্রিক সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি ঈর্ষাপরায়ণ কটুক্তি ও পরোক্ষভাবে মৃত্যুর হুমকি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের উপর পুলিশি হামলা-মামলা এবং ছাত্রদল নেতা জাসামকে গুম করার অপচেষ্টা ও সারাদেশে সাড়াশি গ্রেফতারের প্রতিবাদে ছাত্রদলের ১ (এক) দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে।
আজ রবিবার (২২ মে) বিদ্যমান অবৈধ, অগণতান্ত্রিক সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক মুক্তিযুদ্ধের প্রকৃত আদর্শ গণতান্ত্রিক চেতনা ভূলণ্ঠনের আরো একটি কলঙ্কজনক উদাহরণ হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে ঈর্ষাপরায়ণ হয়ে শিষ্টাচার বহির্ভূত কটুক্তি করে পরোক্ষভাবে মৃত্যুর হুমকি দেওয়া এবং বাকশালি অপতৎপরতায় রাষ্ট্রযন্ত্র কর্তৃক জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের উপর হামলা-মামলা এবং ছাত্রদল নেতা আশরাফুল ইসলাম জাসামকে গুমের অপচেষ্টা ও সারাদেশে সাড়াশি গ্রেফতার চালানোর প্রতিবাদে দেশের সকল বিশ্ববিদ্যালয়, জেলা ও জেলা সমমান ইউনিটে ১ (এক) দিনের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।
কর্মসূচিঃ
আগামী কাল ২৩ মে ২০২২ ইং, সোমবার, দেশের সকল বিশ্ববিদ্যালয়, জেলা ও জেলা সমমান ইউনিটে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, ঘোষিত কর্মসূচি পালন করার জন্য সংশ্লিষ্ট ইউনিটের নেতা-কর্মীদের আহবান জানিয়েছেন।