কুমিল্লা দক্ষিন জেলা জাসাস'র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:২১ পিএম, ২২ মে,রবিবার,২০২২ | আপডেট: ০৭:১৭ পিএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
বাংলাদেশ জাতীয়াতাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস কুমিল্লা দক্ষিন জেলার নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (২১ মে) বিকেলে কুমিল্লা শহরের রেইসকোর্স এলাকার একটি রেষ্টুরেন্ট কাম কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত পরিচিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় আহবায়ক কমিটির অন্যতম যুগ্ম-আহবায়ক দেশবরেণ্য বিশিষ্ট সুরকার ও সঙ্গীত পরিচালক জাভেদ আহমেদ কিসলু। পবিত্র কোরআন থেকে তেলওয়াতের মাধ্যমে শুরু হওয়া পরিচিতি সভার শুরুতে দায়িত্বপ্রাপ্ত নেতারা একে অপরের সাথে পরিচিত হন।
পরবর্তীততে সাংগঠনিক আলোচনায় বর্তমান অবৈধ সরকার পতন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, আগামীর রাষ্ট্রনায়ক জননেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা সর্বোপরি গনতন্ত্র, বাকস্বাধীনতা, জনগণের ভোটাধিকার পনুরুদ্ধার এবং নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে ব্যালটপেপারের মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠ জাতীয় নির্বাচন আদায়ে কুমিল্লার জাসাসকে রাজপথের আন্দোলনে শক্তিশালী করার লক্ষে কুমিল্লা দক্ষিণ জেলাধীন সকল উপজেলা, পৌরসভা, বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে দ্রুত সময়ের মধ্যে জাসাস'র আহবায়ক কমিটি গঠন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। ইউনিট সমুহের কমিটি গঠন প্রক্রিয়া দ্রুততার সহিত বাস্তবায়নে কুমিল্লা দক্ষিন জেলা জাসাস'র দায়িত্বপ্রাপ্ত যুগ্ম-আহবায়কদের প্রধান করে একাধিক সাংগঠনিক টিম গঠনের প্রস্তাবও সর্বসম্মতভাবে গৃহিত হয়।
সভা চলাকালীন সময়ে কুমিল্লা দক্ষিন জেলা জাসাসের সিনিয়র যুগ্ম-আহবায়ক, জাসাস'র প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটির সাথে সম্পৃক্ত থাকা, কুমিল্লার বিশিষ্ট সংস্কৃতিক ব্যাক্তিত্ব মনজিল আহমেদের গুরুতর অসুস্থতার খবরে উপস্থিত সকলে উদ্বেগ উৎকন্ঠা প্রকাশ করেন। তাৎক্ষনিক সর্বশক্তিমান আল্লাহর নিকট উপস্থিত সকলে মনজিল আহমেদ এর আরোগ্য কামনা করে সভার সমাপ্তি ঘোষনা করেন। এরপর সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকা জাসাস'র কেন্দ্রীয় যুগ্ম-আহবায়ক জাভেদ আহমেদ কিসলুর নেতৃত্বে কুমিল্লা দক্ষিন জেলা জাসাসের নেতারা মনজিল আহমেদকে দেখতে তাঁর বাসভবনে ছুটে যান।
কুমিল্লা দক্ষিন জেলা বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিন জেলা জাসাস'র আহবায়ক সিরাজুল ইসলাম মিলনের সভাপতিত্বে এবং সদস্য সচিব, মোহাম্মদ নাছির উদ্দিনের প্রানবন্ত সঞ্চালনায় অনুষ্ঠিত পরিচিতি সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর জাসাস'র আহবায়ক মঞ্জুরুল আলম মঞ্জু, লাকসাম পৌরসভা বিএনপি ও কুমিল্লা দক্ষিন জেলা জাসাস'র যুগ্ম-আহবায়ক সাংবাদিক মনির আহমেদ, দক্ষিন জেলা জাসাস'র যুগ্ম-আহবায়ক এটিএম সায়েম মজুমদার শিপু, ইঞ্জিনিয়ার মোরশেদ আলম, এডভোকেট হুমায়ুন কবির মজুমদার, সদস্য যথাক্রমে আরিফুল ইসলাম নোমান ও মো. শাহ আলম।