শ্রীপুরে বিএনপির মতবিনিময় সভা মিলাদ ও দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৫০ পিএম, ২১ মে,শনিবার,২০২২ | আপডেট: ০৭:৪৮ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধান মন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া, মিলাদ মাহফিল ও ইউনিয়ন বিএনপির নব নির্বাচিত কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল ১০টায় বরমী বাজার এলাকায় ইউনিয়ন বিএনপির সভাপতি আফাজ প্রধানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফকির মোঃ ফয়েজ আল মামুনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব শাহজাহান ফকির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলার নবনির্বাচিত সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টার, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ডাঃ সফিকুল ইসলাম আকন্দ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান খান টিটু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোসলেহ উদ্দিন মৃধা ও নজরুল ইসলাম, উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক পাপিয়া সুলতানা শিলা।
অপরদিকে গতকাল শুক্রবার বিকাল ৪টায় উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের মারতা গ্রামের অনামিকা গার্ডেনে ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাড. মোতাহার হোসেন সবুজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. তাইজদ্দিন খন্দকারের পরিচালনায় ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব শাহজাহান ফকির, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টার সহ নবনির্বাচিত উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।