এই সরকারের কাছে মানুষের কোনো দাম নেই : ওয়ারেছ আলী মামুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৩৬ পিএম, ২০ মে,শুক্রবার,২০২২ | আপডেট: ১২:১০ এএম, ৯ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৫
বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেছেন, আওয়ামীলীগ সরকার দিনের ভোট রাতে কেটে সরকারে গিয়েছে। তাই তাদের কাছে আজ মানুষের কোনো দাম নেই। এজন্য আজ বাংলাদেশ গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ নয়, আজকের বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় সরকারে পরিনত হয়েছে। আজকে বিচার বিভাগ স্বাধীন নয় সব বিচার বিভাগ আওয়ামীলীগের আঞ্জাবহ বিচার বিভাগে পরিনত হয়েছে।
তিনি বলেন, আওয়ামীলীগের দলীয় সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি। আগামীতেও দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না। তাই নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন নিশ্চিত করতে হবে।
নির্বাচন নিশ্চিত করতে রাজপথে যদি আমাদের শরীর থেকে রক্ত দিতে হয়, কারো জীবন দিতে হয়, তার পরেও আন্দোলন করে এই অবৈধ সরকারকে ক্ষমতা থেকে নামিয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করবো, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবো, দেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করবো।
আজ শুক্রবার (২০ মে) বিকেলে শহরের বানিয়া বাজার হাই স্কুলে শহর বিএনপির নবগঠিত কমিটিকে সংবর্ধনা ও ওর্য়াড বিএনপির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেছেন।
৬নং ওর্য়াড বিএনপির সভাপতি আরিফুর রহমান আরিফের সভাপতিত্বে সংবর্ধনা ও পরিচিতি সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহসভাপতি কাজী মসিউর রহমান, সহসাংগঠনিক সম্পাদক মাইন উদ্দিন বাবুল, শহর বিএনপির সাধারন সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা মহিলা দলের সভানেত্রী শেলিনা বেগম, জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক জীবন বসাক, ৬নং ওর্য়াড বিএনপির সাধারন সম্পাদক মুসলিম উদ্দিন প্রমূখ।