আন্দোলনের ডাক দেওয়া মাত্রই সকলকে ঐক্যবদ্ধ ভাবে রাজপথে নামতে হবে : মনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:০৩ পিএম, ২০ মে,শুক্রবার,২০২২ | আপডেট: ০৫:০২ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা বলেছেন, বর্তমান অবৈধ সরকার ক্ষমতা হারানো ভয়ে ভাষাজ্ঞান হারিয়ে ফেলেছে। তারা আবোল তাবোল বলতে শুরু করেছে। পদ্মা সেতু থেকে ফেলে দেওয়া, এটা কখনো একটা স্বাভাবিক ব্যাপার হতে পারে না। একটি দেশের প্রধানমন্ত্রীর দায়িত্বে যিনি রয়েছেন, তিনি যেভাবেই ক্ষমতায় আসুক না কেন, এ ধরনের উক্তি করতে পারেন না। এধরনের বক্তব্য রাজনৈতিক কোনো শিষ্টাচারের মধ্যে পড়ে না।
আজ শুক্রবার (২০ মে) বিকাল সাড়ে ৪টায় পাবলা সবুজ সংঘ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬নং ওয়ার্ড বিএনপির প্রাথমিক সদস্য ও তথ্য সংগ্রহ ফরম বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দলের নেতাকর্মীদের উদ্দেশে মনা আরো বলেন, আন্দোলনের ডাক দেওয়া মাত্রই সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ ভাবে রাজপথে নামতে হবে। এর কোনো বিকল্প নেই। দেশে পি কে হালদার শুধু একজন নয়, শাসক দলের শত শত পিকে হালদার দেশের অর্থ পাচার করেছেন। আজ টাকার মান কমেছে, প্রতি ডলারের দর ১০০ টাকা অতিক্রম করেছে। যা দেশের অর্থনৈতিক ব্যবস্থার জন্য অশনি সংকেত। দেশ শ্রীলঙ্কার মতো দেউলিয়ার পথে গেলেও সরকারের মাথা ব্যথা নেই। সরকারের বিরুদ্ধে জনগণের বিপজ্জনক বিদ্রোহের মনোভাব সৃষ্টি হয়েছে। অটলভাবে একত্রিত হয়ে জনগণের
একটা জাতীয় বিষ্ফোরণ হতে যাচ্ছে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের অপ্রতিরোধ্য গণদাবিকে বিজয়ের পথে চালিত করতে জনগণ এখন সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে।
মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ও দৌলতপুর থানার সাংগঠনিক টিম প্রধান স ম আব্দুর রহমান এর সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক মাসুদ পারভেজ বাবু’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, সিনিয়র যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম
জহির।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আজিজুল হাসান দুলু, আবুল কালাম জিয়া, মাহবুব হাসান পিয়ারু, একরামুল হক হেলাল, রুবাইয়াত হোসেন বাবু, মুর্শিদ কামাল, বিপ্লবুর রহমান কুদ্দুস, সাজ্জাদ হোসান তোতন, সুলতান মাহমুদ, শেখ ইমাম হোসেন, শরিফুল আনাম, শেখ আনসার আলী, মজিবুর রহমান, আজিজা খানম এলিজা, ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম বাচ্চু, কাজী নেহেবুল হাসান নেহিম, এ্যাড:কানিজ ফাতেমা আমিন, অধ্যক্ষ জয়নাল আবেদীন, আব্দুল আজিজ সুমন, শেখ রিয়াজ শাহেদ, মোঃ তাজিম বিশ্বাস, জি এম মাসুম, মোহাম্মদ আজম সরোয়ার, শেখ আরমান হোসেন, শেখ খবির উদ্দিন, জাহিদ হাসান খসরু, সোহেল মোল্লা, এম এম জসিম, জনি ভান্ডারী, মাহবুবুর রহমান, হায়দার আলী লাবু, আনোয়ার হোসেন, মোঃ সুজন, হুমায়ূন আহমেদ, শহিদুল ইসলাম বিপ্লব, সাঈদ দিদার, জাকারিয়া মিন্টু, শাহনাজ সরোয়ার, সালমা বেগম, লুবনা ইয়াসমিন, আরিফা চুমকি, কাওছারী জাহান মঞ্জু, রাবেয়া আক্তার, কনা আক্তার, মোল্ল্যা সোহেল, সিরাজুল ইসলাম সানি, মোঃ হাসান ফকির, সৈয়দ ইমরান, রিয়াজুল খান মুরাদ, ওয়াহিদুজ্জামান, কাজী আসিফ, স্বপন রহমাতুল্লাহ, মোঃ শাকিল, মোহাম্মদ ইয়াসিন, আরিফুর রহমান টুকু, নামনিন হোসেন মারজান, মোঃ ইমুল, মোঃ ইসমাইল হোসেন, রবিউল ইসলাম, মো:মিজান, রনি, রফিক শফি, জামাল প্রমুখ।
এর আগে শুক্রবার সকাল সাড়ে ১০টায় শিরোমণি মহসিন বিদ্যালয়ে আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপি প্রাথমিক সদস্য ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা। মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ও খানজাহান আলী থানার সাংগঠনিক টিম প্রধান আবুল কালাম জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন এস এ রহমান বাবুল, আজিজুল হাসান দুলু, মাহবুব হাসান পিয়ারু, একরামুল হক হেলাল, কাজি মিজানুর রহমান, আবু সাঈদ হাওলাদার আব্বাস, শেখ আলমগীর হোসেন, এনামুল হাসান ডায়মন্ড, সৈয়দ জাকির হোসেন, মিনা মুরাদ হোসেন, ফকির রবিউল ইসলাম, আইউব আলি মোল্লা, শেখ হাসিবুল হাসান, সরদার নজরুল ইসলাম, মোনতাজ গাজী, শেখ রফিকুল ইসলাম, সরদার বেলাল হোসেন, মোল্লা সোহরাব হোসেন, হেলাল শরিফ, আলামিন শেখ, মাস্টার আবদুস সামাদ, ফরহাদ হোসেন, রেশমি সুলতানা, জাহাঙ্গীর হোসেন খোকা,বাচ্চু
শেখ, ইব্রাহীম হোসেন, আজমল হোসেন, ফকির শরিফুল ইসলাম, কামরুল ইসলাম, বিল্লাল হোসেন, এমদাদ মোড়ল, এস এম ইলিয়াস হোসেন, শরিফ ওবায়দুর রহমান চয়ন, তোহিদুল ইসলাম, আলমগীর হোসেন, বেগ আরিফ আল হাসান, মাসুম বিল্লাহ, হাবিবুর রহমান বিপ্লব প্রমূখ।