জার্মানির মিউনিখ ও হেসেন শাখা বিএনপির নতুন কমিটি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:১৫ পিএম, ১৯ মে,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৯:৩০ এএম, ৩ জানুয়ারী,শুক্রবার,২০২৫
জার্মানির হেসেন এবং বায়ার্ন মিউনিখ প্রদেশ শাখা বিএনপির নতুন কমিটি গঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জার্মানি শাখার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
হেসেন প্রদেশ শাখা: মোঃ নজরুল ইসলাম কে সভাপতি, নাছির উদ্দিন কে সিনিয়র সহসভাপতি এবং রুবেল খান কে সাধারন সম্পাদক করে হেসেন প্রাদেশিক শাখার নতুন কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতি জালাল উদ্দিন মাহমুদ, সহ সভাপতি মাসুদ খান, সহ সভাপতি ছুলেমান হোসেন, সিনিয়ার যুগ্ন সাধারন সম্পাদক: কামরুল ইসলাম, যুগ্ন সাধারন সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ রিন্টু, সাংগঠনিক সম্পাদক ফিরোজ বাবু, সহ সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম, সহ সাংগঠনিক সম্পাদক ফেরদৌস খান, সহ সাংগঠনিক সম্পাদক স্বপন তালুকদার, প্রচার সম্পাদক মোঃ ফয়েজ, সহ প্রচার সম্পাদক মোঃ মাসুম, ধর্ম বিষয়ক সম্পাদক সহিদুল বিশ্বাস, মহিলা সম্পাদিকা আরজু ইসলাম, সহ মহিলা সম্পাদিকা: মমতা আক্তার মেবিন এবং আন্তর্জাতিক সম্পাদক রেজওয়ানুল আরেফিন।
বায়ার্ন মিউনিখ প্রদেশ শাখা: এদিকে দীর্ঘ দিন পর গঠন করা হয়েছে বায়ার্ন মিউনিখ বিএনপির কমিটি। কমিটির সভাপতি রিয়াজ শরিফ, সিনিয়র সহসভাপতি আমিন বেপারি এবং সাধারন সম্পাদক করা হয়েছে আব্দুল শিকদারকে। কমিটির অন্য সদস্যরা হলেন যুগ্ন সাধারন সম্পাদক ইমদাদুল হক, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জুয়েল এবং প্রচার সম্পাদক মাকসুদুর রহমান। এই কমিটির প্রধান উপদেষ্টা করা হয়েছে মাহবুবুল হক এবং উপদেষ্টা মোঃ আব্দুর রহিমকে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খল উপায়ে দলীয় কর্মসূচি বাস্তবায়ন ও সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে নতুন এই কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি সর্বোচ্চ নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সাথে দলের কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যাবে এবং যে কোন আন্দোলন সংগ্রামে কেন্দ্রের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে বলে আশা পোষণ করা হয়।