নরসিংদী রায়পুরায় জেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি মোল্লার রোগমুক্তি কামনায় দোয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:২৭ পিএম, ১৮ মে,
বুধবার,২০২২ | আপডেট: ০৪:৩০ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
নরসিংদী রায়পুরা উপজেলা বিএনপির আয়োজনে নরসিংদীর গর্ব ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ, বিএনপি'র স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক সফল মন্ত্রী ও নরসিংদী জেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি সুলতান উদ্দিন মোল্লার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
গতকাল মঙ্গলবার উপজেলা বিএনপি, বিএনপি'র কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক, ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ উদ্দিন বকুলের নির্দেশে, উপজেলা বিএনপি ও সকল অঙ্গসংগঠনের উদ্যোগে রায়পুরা শ্রীরামপুর রেল গেইটে বিএনপি'র অস্থায়ী কার্যালয়ে বর্ষীয়ান দুই নেতার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি'র সহ-সভাপতি হযরত আলী ভূঁইয়া, সহ-সভাপতি মুখলেসুর রহমান মুক্তার, ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান হাবিব, দপ্তর সম্পাদক ফরিদ উদ্দিন, যুব বিষয়ক সম্পাদক কাজী আসাদুর রহমান মিলন, পৌর বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি আহসান উল্লাহ খান, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক টিপু, যুবদলের আহ্বায়ক, আলফাজ উদ্দিন মিঠু, সদস্য সচিব নুর আহাম্মদ চৌধুরী মানিক, সাইফুল ইসলাম সোহেল, এসএম সুমন নেওয়াজ, সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, হাবিবুর রহমান শাহীন, আলকাছ উদ্দিন, অহিদুজ্জামান, উপজেলা যুবদল বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হরমুজ মিয়া, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক স্বেচ্ছাসেবক দল পলাশ সরকার, কবির হোসেন, সভাপতি উপজেলা মৎস্যজীবী দল ফিরুজ আল মুজাহিদ, সম্পাদক মুকুল মিয়া, আলমগীর প্রধান, ছাত্রদের সোহেল, হিমেল,নাইম, পৌর ছাত্রদলের সামসুর রহৃান, জিএম মুন্না সহ আারও অনেকে।