শ্রীপুরে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মতবিনিময় সভা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৫১ পিএম, ১৮ মে,
বুধবার,২০২২ | আপডেট: ০৪:৩২ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধান মন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া, মিলাদ মাহফিল ও ইউনিয়ন বিএনপির নব নির্বাচিত কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ১১টায় মাওনা ইউনিয়নের উত্তর পাড়া সরকার বাড়ি মাজার সংলগ্ন এলাকায় ইউনিয়ন বিএনপির সভাপতি মিনহাজ উদ্দিন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল বাসার সরকারের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব শাহজাহান ফকির।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলার নবনির্বাচিত সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টার। সন্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক ও অধ্যক্ষ আব্দুল হান্নান সজল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোসলেহ উদ্দিন মৃধা ও নজরুল ইসলাম, উপজেলা বিএনপি নেতা জহিরুল ইসলাম কাজল, তেলিহাটি বিএনপির সভাপতি এডঃ আবু জাফর সরকার, গাজীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম এ গনি মইশাল, বিএনপির নেতা রফিকুল ইসলাম সুরুজ, জিয়াউর রহমান জুয়েল, খায়রুজ্জামান লিখন, নুরুজ্জামান, মদিন ফকির, আব্দুল বারেক মড়ল, আবু রাযহান, আসাদ, আমিনুল, আব্দুর রউফ মেম্বার, চাঁন মিয়া, আলি হোসেন, মাসুদ খান, মোফাজ্জল হোসেন, জেলা যুবদলের সাবেক কোষাধ্যক্ষ আরিফুল ইসলাম সরকার, যুবদল নেতা ফজলুল হক রোমান,সৈয়দ করিম, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, শ্রমিক নেতা আনোয়ার হোসেন, আব্দুর রাজ্জাক, উপজেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক নওশাদ মোস্তাক,ছাত্রনেতা লিটন মাহমুদ, নোমান, শাকিল প্রমুখ।