প্রয়াত সংসদ সদস্য ফজলুল হকের সমাধিতে বিএনপি নেতাদের শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:২০ পিএম, ১৭ মে,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৬:৩৪ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
ময়মনসিংহ-৪ সদর আসনের তিন বারের সংসদ সদস্য প্রয়াত একেএম ফজলুল হকের ২১তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছে বিএনপি। এ সময় মরহুমের কবর জিয়ারত করে রুহের মাগফেরাত কামনা করেন তারা। ভাষা সৈনিক প্রয়াত একেএম ফজলুল হক ছিলেন ময়মনসিংহ জেলা বিএনপির প্রতিষ্ঠাতা আহবায়ক ও সাবেক সভাপতি। এছাড়াও তিনি জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের প্রতিষ্ঠাতা ছিলেন।
আজ মঙ্গলবার দুপুর ২টায় নগরীর সানকিপাড়া এলাকার প্রয়াত সংসদ সদস্যের বাস ভবনের সামনে তাঁর সমাধিতে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর বিএনপির আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলমগীর মাহমুদ আলম, উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার, বিএনপি নেতা অ্যাড.আনোয়ারুল আজিজ টুটুল, দক্ষিণ জেলা কৃষক দলের আহবায়ক লিটন আকন্দ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক তানভীরুল ইসলাম টুটুল, মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু প্রমূখ।
প্রসঙ্গত, প্রয়াত একেএম ফজলুল হক ২০০১ সালের ১৭ মে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।