বিএনপি নেতা আবদুল মঈন খান আইসিইউতে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৫৪ এএম, ১৬ মে,সোমবার,২০২২ | আপডেট: ০৫:৫৩ এএম, ৬ জানুয়ারী,সোমবার,২০২৫
অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।
গতকাল রবিবার (১৫ মে) বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
রূপগঞ্জের জিন্দাপার্কে রোববার দুপুরে ছাত্রদল-যুবদল কর্মীদের একটি প্রশিক্ষণ কর্মসূচিতে অতিথি হিসেবে ছিলেন মঈন খান। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে তাঁকে এভারকেয়ার হাসপাতালে আনা হয়।