ফেনীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৩৭ পিএম, ১৪ মে,শনিবার,২০২২ | আপডেট: ০৯:১১ এএম, ৩ জানুয়ারী,শুক্রবার,২০২৫
ফেনী জেলা বিএনপির উদ্যোগে ইসলামপুর রোড়স্হ কার্য্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজ শনিবার (১৪ মে) উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু।
সারাদেশে বিএনপি ও বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর আওয়ামী সন্ত্রাসী হামলার প্রতিবাদে ফেনী জেলা বিএনপির আহব্বায়ক শেখ ফরিদ বাহার এর সভাপতিত্বে, ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ মজুমদার, হারুন অর রশীদ।
এতে আরো বক্তব্য রাখেন ফেনী সদর উপজেলা বিএনপির আহব্বায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির সহ জেলা বিএনপি, অংগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
এতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন ফেনী সদর উপজেলা বিএনপির আহবায়ক জনাব ফজলুর রহমান বকুল ও সদস্য সচিব জনাব আমান উদ্দিন কায়সার এর নেতৃত্বে সদর উপজেলা বিএনপি।