সরকার পতনই জনগণের চোখের আগুন নেভাতে পারে : নোমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:২৭ পিএম, ১৪ মে,শনিবার,২০২২ | আপডেট: ০৭:১০ পিএম, ৭ জানুয়ারী,মঙ্গলবার,২০২৫
সারাদেশে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আজ শনিবার প্রতিবাদ সমাবেশ করেছে গাজীপুর জেলা ও মহানগর বিএনপি।
রাজবাড়ি রোডস্থ দলীয় কার্যালয় প্রাঙ্গনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সহ-সভাপতি সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমান বলেছেন, আমরা জনগণের চোখে আন্দোলনের আগুন দেখতে পাচ্ছি। একমাত্র সরকার পতনের মাধ্যমেই এ আগুন নিভতে পারে। আমরা জয়ের মুখোমুখি আছি। বেগম খালেদা জিয়া ও তারেকর হমানের নেতৃত্বে মিছিল-হরতাল-প্রতিবাদ সমাবেশের মাধ্যমে আন্দোলন এগিয়ে যাবে। সর্বোচ্চ পর্যায়ের আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে নতুন পরিস্থিতিতে নির্বাচন হবে। সেই নির্বাচনে বিএনপি অংশ নেবে।
গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনের সভাপতিত্বে ও মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শওকত হোসেন সরকারের সঞ্চালনায় সমাবেশে প্রধান ও বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন, মহানগর বিএনপির আহ্বায়ক সালাহ উদ্দিন সরকার ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান, বিশেষ অতিথির বক্তব্য দেন মহানগর বিএনপির সদস্য সচিব মো. সোহরাব উদ্দিন।
আরো বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, কেন্দ্রীয় নেতা ডা. মাজহারুল আলম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ভিপি জয়নাল আবেদীন তালুকদার, জেলা বিএনপি নেতা শাখাওয়াত হোসেন সবুজ প্রমুখ।
উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নেতা কালিয়াকৈর পৌর মেয়র মো. মুজিবুর রহমান, বিএনপি নেতা আফজাল হোসেন কায়সার, ড. সহিদউজ্জামান, আহমেদ আলী রুশদী, হুমায়ুন কবীর মাস্টার, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান পেরা, অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, ইজাদুর রহমান মিলন, মাহবুবুল আলম শুক্কুর, ভিপি হেলাল উদ্দিন, হান্নান মিয়া হান্নু, শাহজাহান ফকির, অ্যাডভোকেট কাজী খান, অধ্যাপক নজরুল ইসলাম, আব্দুস সালাম শামীম, কাউন্সিলর হাসান আজমল ভূইয়া, হুমায়ুন কবীর রাজু, পারভেজ আহমেদ, বসির উদ্দিন বাচ্চু, সরকার জাবেদ আহমেদ সুমন, সাংবাদিক দেলোয়ার হোসেন, রাকীব উদ্দিন সরকার পাপ্পু, আবু তাহের মুছুল্লী, আক্তারুল আলম মাস্টার, আক্তারুজ্জামান বাবুল, হাসিবুর রহমান মুন্না, আতাউর রহমান মোল্লা, আরিফ হোসেন হাওলাদার, শাহাদাত হোসেন শাহীন, মনিরুল ইসলাম, হাফেজ মো. ইব্রাহীম, আনোয়ারা বেগম, শিরিন চাকলাদার, শেখ ফরিদা জাহান স্বপ্না, অ্যাডভোকেট সাইফুল ইসলাম মোল্লা, ছাত্রদল নেতা জাহাঙ্গীর আলম সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েক সহস্রাধিক নেতাকর্মী।