সরকারের পতন হয়ে যাবে তাই সরকারী কর্মকর্তাদের বিদেশ যাওয়া বন্ধ : আবুল কালাম আজাদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:১৫ পিএম, ১৪ মে,শনিবার,২০২২ | আপডেট: ০২:২০ এএম, ২ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৫
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, বাংলাদেশ শ্রীলংকার মত খুব কাছাকাছি এসে গেছে। ইতিমধ্যে আওয়ামী লীগের অনেক নেতা দেশ ছেড়ে চলে গেছে। এখন আরো চলে যাবার চেষ্টে করছে। সরকারী কর্মকর্তা কর্মচারীরা প্রাণের ভয়ে তারা পরিবার পরিজন নিয়ে দেশ ছেড়ে বিদেশে যাওয়া শুরু করে দিয়েছিল। শেখ হাসিনা বুঝতে পেরেছিল তারা যদি আমাকে ছেড়ে বিদেশে চলে যায়, তাহলে আমার সরকারের পতন হয়ে যাবে। তাই সরকারী কর্মকর্তা কর্মচারীদের বিদেশ যাওয়া বন্ধ করে দিয়েছে।
তিনি আরো বলেন, এই দেশ আওয়ামী লীগের দেশ নয়, এই দেশের মালিকও আওয়ামী লীগ নয়, এদেশের মালিক জনগণ। আওয়ামী লীগের বড় বড় নেতারা বলেন, স্বাধীনতার মালিক আপনারা, মুক্তিযোদ্বের মালিক আপনারা, আপনাদের দলের কয়জন মুক্তিযোদ্বা আছে। বিএনপির মুক্তিযোদ্বাদের বাদ দিয়ে আওয়ামী লীগের ভূয়া মুক্তিযোদ্বা দিয়ে আওয়ামী লীগ দলীয়করন করেছে।
তিনি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন নিশ্চিত করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দেশের জনগনকে সাথে নিয়ে বিএনপিকে রাজপথের আন্দোলনে প্রস্তুত থাকার আহবান জানান।
আজ শনিবার (১৪ মে) শহরের স্টেশন রোডে জেলা বিএনপি আয়োজিত দেশব্যাপী বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের উপর আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেছেন।
প্রধান বক্তা বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেছেন, আমরা শ্রীলঙ্কার মত বাংলাদেশ হোক এই অবস্থা চাই না। এখনো সময় আছে রক্তপাতহীন আন্দোলন ছাড়া অবৈধ সরকারের শেখ হাসিনা ক্ষমতা থেকে পদত্যাগ করুন। নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা দিন। দেশের জনগনকে ভোট দেয়ার সুযোগ করে দিন।
এই অবৈধ সরকার যদি জুলুম করে ক্ষমতা ধরে রাখতে চায় তাহলে আগমী দিনে আমাদের যদি শরীর থেকে রক্ত দিতে হয়, কারো জীবন দিতে হয়, তাহলে আন্দোলন করে ক্ষমতার মসনদ থেকে শেখ হাসিনার সরকারকে টেনে হেচড়ে পদত্যাগে বাধ্য করবো। তখন আপনার কত নেতাকর্মীদের যে রক্ত দিতে হবে, জীবন দিতে হবে, সে হিসাব আপনি দিতে পারবেন না।
মামুন বলেন, আওয়ামী লীগের দলীয় সরকারের অধীনে ১৩ বছরে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি। আগামীতেও দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না। তাই নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন নিশ্চিত করতে হবে।
নির্বাচন নিশ্চিত করতে হলে শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে নয় তাকে ক্ষমতার বাইরে রেখে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন নিশ্চিত করতে হবে। বিএনপি আর অবৈধ শেখ হাসিনা সরকারের অধীনে কোন নির্বাচনে যাবে না।
জেলা বিএনপির সভাপতি ফরিদুল হক শামীমের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপি নেতা লিয়কত আলী, আনিসুর রহমান বিপ্লব, শহীদুল হক খান দুলাল, আহসানুজ্জামান রুমেল, লোকমান আহমেদ খান লোটন, সজিব খান, শাহ আব্দুল্লাহ আল মাসুদ প্রমূখ।