নাটোরে ছাত্রদলের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ককে কুপিয়ে জখম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:২৫ পিএম, ১৪ মে,শনিবার,২০২২ | আপডেট: ০৮:২১ পিএম, ২৮ ডিসেম্বর,শনিবার,২০২৪
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোরে বিএনপির বিক্ষোভ সমাবেশে বাধা দিয়েছে পুলিশ। এ সময় সমাবেশ থেকে ফেরার পথে সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
জেলা বিএনপির সদস্যসচিব রহিম নেওয়াজ জানান, আজ শনিবার (১৪ মে) সকালে নাটোর শহরের আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে দেশব্যাপী বিএনপির নেতাকর্মীদের হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির আওতায় বিক্ষোভ সমাবেশের প্রস্তুতি নেন নেতাকর্মীরা। এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুলসহ জেলা বিএনপির নেতাকর্মীদের কার্যালয়ের ভেতর ঢুকিয়ে দেয় পুলিশ। দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে না পেরে দলীয় কার্যালয়ের ভেতর সমাবেশ করেছেন বলে জানান তিনি।
রহিম নেওয়াজ বলেন, সমাবেশ থেকে ফেরার পথে শনিবার দুপুরে শহরের হাফরাস্তা এলাকায় সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আমান ও স্টেশন বাজার এলাকায় যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম সুমনকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। তাদের আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ বলেন, হামলার ঘটনায় থানায় কেউ অভিযোগ জানায়নি।