সাবেক মেয়র এম এ মান্নান এর স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:১৮ পিএম, ১৪ মে,শনিবার,২০২২ | আপডেট: ০৮:২৮ এএম, ২৯ ডিসেম্বর,রবিবার,২০২৪
বিএনপি'র ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, সাবেক মেয়র অধ্যাপক এম এ মান্নান এর স্মরণে গাজীপুর মহানগর যুবদলের উদ্যোগে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গতকাল শুক্রবার (১৩ মে) উক্ত স্মরণ সভায় সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর যুবদলের আহবায়ক সাজেদুল ইসলাম সঞ্চালনায় ছিলেন মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, প্রধান আলোচক ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহরাব উদ্দিন, বাসন থানা বিএনপির সভাপতি আলহাজ্ব বশির আহমেদ, গাজীপুর সদর মেট্রো বিএনপির সদস্যসচিব সিটি কাউন্সিলর আলহাজ্ব হাসান আজমল ভূঁইয়া, জেলা বিএনপি নেতা সাখাওয়াত হোসেন সবুজ, গাজীপুর বারের সাবেক সভাপতি ডক্টর সাহিদুজ্জামান, মহানগর বিএনপি'র যুগ্ন আহবায়ক হুমায়ুন কবির রাজু, ওলামা দলের আহ্বায়ক কাজী খোকন, মহানগর বিএনপি নেতা আব্দুর রহিম কালা, গাজীপুর মহানগর শ্রমিক দলের সাবেক সদস্য সচিব প্রখ্যাত শ্রমিক নেতা নজরুল ইসলাম, গাজীপুর মহানগর মহিলা দলের সভানেত্রী শিরিন চাকলাদার সহ গাজীপুর মহানগর এর বিভিন্ন থানা যুবদলের আহ্বায়ক, সদস্য সচিব, থানা কলেজ ছাত্রদলের আহ্বায়ক সদস্য সচিব বৃন্দ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।