ফেনীতে জেলা বিএনপি নেতার জানাজায় পুলিশি বাধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৩০ পিএম, ১৩ মে,শুক্রবার,২০২২ | আপডেট: ০৬:৪১ পিএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
ফেনীর দাগনভূঁইয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপি নেতা মরহুম শাহাদাত হোসেন শাহাদাতের ১ম জানাজার নামাজ দাগনভূঁইয়া আতার্তুক স্কুল মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আওয়ামী লীগ ও পুলিশের বাধার কারণে অনুষ্ঠিত হয়নি। পরে তার জানাজা নামাজ আজ শুক্রবার বাদ আসর বিকাল ৫টায় তার নিজ বাড়ির দরজায় অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, জীবদ্দশায় বিএনপি নেতাদের বিভিন্ন সামাজিক কর্মকান্ডে পুলিশ বাধা দিলেও জানাজার নামাজে বাধা অত্যন্ত দুঃখজনক, সবকিছুরই একদিন শেষ আছে, শুধু প্রয়োজন সময়ের।