জেল জুলুম মোকাবিলা করে নেতাকর্মীরা গণতন্ত্র উদ্ধারের সংগ্রাম চালিয়ে যাচ্ছে - মির্জা ফখরুল
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৫:৫৪ পিএম, ১৩ মে,শুক্রবার,২০২২ | আপডেট: ০৫:২৮ পিএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,আওয়ামীলীগ সরকারের জেল জুলুম মামলা মোকদ্দমা মোকাবিলা করে দলের নেতাকর্মীরা গণতন্ত্র পনুরুদ্ধারের সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আমাদের প্রান প্রিয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সকল নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়ে সরকার আন্দোলন সংগ্রাম দমাতে মরিয়া হয়েছে। সে দিন বেশি দূরে নয় তাদের সকল অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে নেতাকর্মীরা ইস্পাত কঠিন প্রতিরোধ গড়ে বিজয়ী হবে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা রাতে রংপুরে স্বেচ্ছাসেবক দল জেলা কমিটির আহবায়ক মরহুম মোস্তাফিজুর রহমান বিপু‘র বাড়ীতে শোক সন্তপ্ত পরিবারের কাছে সমবেদনা প্রকাশ ও সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে মত বিনিময় কালে এ কথা বলেন।
এসময় তার সাথে ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা দক্ষিনের আহ্বায়ক আব্দুস সালাম, বিএনপি‘র ক্রিড়া বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, মহানগর বিএনপি‘র অহ্বায়ক সামসুজ্জামান সামু, সদস্য সচিব এডভোকেট মাহফুজ উন-নবী ডন, রংপুর জেলা বিএনপি‘র আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু, রংপুর মহানগর বিএনপি‘র যুগ্ম আহ্বায়ক রইচ আহম্মেদ সহ মহানগর ও জেলার নেতৃবৃন্দ।
বিএনপি মহাসচিব আরো বলেন, আমদের নেত্রী গুরুতর অসুস্থ্য তাকে বিদেশে চিকিৎসা নিতে দেয়া হচ্ছেনা। ভারপ্রাপ্ত চেয়ারম্যান কে মিথ্যা মামলায় সাজা দিয়ে দেশে আসার পথ রুদ্ধ করে রেখেছে। তিনি আজ নির্বাসিত। প্রতিহিংসা পরায়ন এই সরকারের দুঃশাসনে কারনে আমাদের নেতাকর্মী দেশের জনগন কেউ আজ ভাল নেই।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাত পৌনে ৮টায় হৃদরোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিপু মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, ১ কন্যা, পিতা-মাতাসহ আত্বীয়-স্বজন, অসংখ্য শুভাকাংখী রেখে গেছেন। বুধবার বেলা ১২টায় নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপি কার্যালয়ে তার মরদেহ আনা হয়। সেখানে দলীয় নেতাকর্মীরা তাকে শেষবারের মত দেখেন। পরে তার পিতা মৌলভী হাফিজুর রহমানের ইমামতিতে গ্র্যান্ড হোটেল মোড় এলাকায় তার প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। পরে নগরীর মুলাটোল আমতলা জামে মসজিদে দ্বিতীয় জানাযা শেষে মুন্সিপাড়া কবরস্থানে দাফন করা হয়।