কুষ্টিয়ায় জাসদ নেতাকে কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০০ পিএম, ১২ মে,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৪:৫৭ এএম, ১৬ ডিসেম্বর,সোমবার,২০২৪
কুষ্টিয়ার দৌলতপুরে মাহবুব খান সালাম (৪০) নামে জাসদের জাতীয় যুব জোটের এক নেতাকে হাত-পায়ের রগ কেটে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গতকাল বুধবার (১১ মে) রাত ১১টার দিকে উপজেলার আল্লার দর্গা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মাহবুব খান সালাম জাতীয় যুব জোটের দৌলতপুর উপজেলার সাধারণ সম্পাদক। তিনি উপজেলার আমদহ গ্রামের আলাউদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, পূর্ব শত্রুতার জেরে দৌলতপুর উপজেলার একজন ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের বহিষ্কৃত নেতার নেতৃত্বে ২০-২৫ জন এই হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা সালামকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে তিনি মারা যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাতে আল্লার দর্গা বাজার থেকে ভ্যানে করে বাড়ি ফেরার সময় সালামের ওপর এই হামলা চালানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবীদ হাসান জানান, নিহতের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।
এদিকে, জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামান রোকন ও সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন এক বিবৃতিতে সন্ত্রাসী হামলায় নিহত সালামের প্রতি গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তারা বলেন, মাহবুব খান সালাম ছিলেন প্রতিবাদী ও স্পষ্টবাদী। তারা অবিলম্বে সালামের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।