নির্বাচন নিয়ে বারবার জনগণকে বোকা বানাচ্ছে সরকার : টুকু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৩৯ পিএম, ১১ মে,
বুধবার,২০২২ | আপডেট: ১০:৫৮ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, নির্বাচন নিয়ে বারবার জনগণকে বোকা বানাচ্ছে সরকার। আর আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচনে যাবে না বিএনপি।
আজ বুধবার সকালে চাঁদপুর জেলা বিএনপির নব গঠিত কমিটির সদস্যদের নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানোর পর এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় বসে আছে উল্লেখ করে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, তারা সব বিশ্বাস নষ্ট করেছে। জনগণের দাবি পূরণ হলেই নির্বাচন হবে। আন্দোলন করেই দাবি আদায় করবো। দলীয় সরকারের অধীনে আর নির্বাচন হবে না বলে জানিয়ে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ওবায়দুল কাদের সাহেব তো অনেক কথাই বলেন। কিন্তু উনি তো বিএনপি করেন না, বিএনপি আমরা করি। আর এবার আমরা যেটা বলেছি যে, এদের (আওয়ামী লীগ সরকার) অধীনে আর নির্বাচন হবে না। আর এবার নির্বাচন তখনই হবে যখন জনগণ জয়লাভ করবে। সেই নির্বাচনে আমরা যাবো।
ইভিএমে ভোট প্রসঙ্গে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। কোনো দল সিদ্ধান্ত নেবে না। আর গতবার দিনের ভোট রাতে করেছিল। এবার ইভিএম দিয়ে ডিসি সাহেবের অফিসে বসে প্রোগ্রাম নিজেদের মতো তৈরি করে ৯০ শতাংশ ভোট কাস্ট দেখিয়ে তারা ৮০ শতাংশ নেবে। তারা সেই ষড়যন্ত্র করছে। সুতরাং নিরপেক্ষ সরকার ছাড়া কোনো নির্বাচন বাংলাদেশে সুষ্ঠু হবে না।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের বড় দল বিএনপি। এখনও সবচেয়ে বেশি মানুষ বিএনপির পক্ষে। আর তাদের (আওয়ামী লীগ) তো দলে কোনো দল নেই, তাদের আছে অনেক পুলিশ ও লাঠিয়াল বাহিনী। আর আমাদের দল আছে। আর এই দলে কর্মীও আছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের প্রসঙ্গে টুকু বলেন, আশ্বাসের কারণে নয়। গতবার আমরা একটা জোট করেছিলাম। সেই জোটের সবাই মিলে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। সেই কারণে নির্বাচনে যাওয়া হয়েছিল। এ সময়ে বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারী, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ, সাধারণ সম্পাদক সলিম উল্যাহ প্রমুখ উপস্থিত ছিলেন।