ইভিএম দিয়ে আর কোন ভোট নয় : এমরান সালেহ প্রিন্স
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৫২ পিএম, ৯ মে,সোমবার,২০২২ | আপডেট: ০২:১৬ এএম, ২৫ ডিসেম্বর,
বুধবার,২০২৪
বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, আওয়ামী সরকারের অধীনে এবং ইভিএম দিয়ে আর নির্বাচন নয়। ইভিএম ভোট জালিয়াতির মেশিন। ইভিএম দিয়ে ভোট হবে জানিয়ে প্রধানমন্ত্রী আবারও ভোট কারচুপি এবং নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করার বিষয়টি স্পষ্ট করেছেন। কিন্তু বিএনপি ও দেশের জনগন ইভিএম দিয়ে আর কোন ভোট মেনে নিবে না।
এ সময় বিএনপি নেতা প্রিন্স আরও বলেন, বর্তমান সরকারের ওপর দেশ-বিদেশের কারো আস্থা বা বিশ্বাস নেই। তাদের বিশ্বাসযোগ্যতা ও গ্রহনযোগ্যতা শূন্যের কোঠায়। বার বার তারা ভোটাধিকার হরণ করেছে, গণতন্ত্র, মানবাধিকার লুন্ঠন করেছে।
আজ সোমবার (৯ মে) সন্ধ্যায় হালুয়াঘাট উপজেলার সুমনিয়াপাড়া বাজারে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় বিএনপি নেতা গোলাম হোসেন সরকারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, আবু হাসনাত বদরুল কবীর, বিএনপি নেতা বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, হোসনে আরা নীলু, কাজী ফরিদ আহমেদ পলাশ, রফিকুল ইসলাম, আলমগীর আলম বিপ্লব ও মওলানা আকবর আলী প্রমূখ উপস্থিত ছিলেন।
এর আগে বিকেলে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স হালুয়াঘাট উপজেলার গাজিরভিটা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন। এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।