ফেনীতে চাঁদাবাজির মামলায় ছাত্রলীগ নেতা রাশেদ গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৪০ পিএম, ৯ মে,সোমবার,২০২২ | আপডেট: ০৩:৩৩ এএম, ১২ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
ফেনীর দাগনভূঞা উপজেলার দুধমুখা বাজারের হাজী বারিক ট্রেডার্সের স্বত্বাধিকারী রেজাউল হককে (৬০) মারধর ও চাঁদাবাজির মামলায় ছাত্র নেতা মো. আল রাশেদ ভূঞাকে (ভিপি রাশেদ) (২৮) গ্রেপ্তার করে দাগনভূঞা থানা পুলিশ। গ্রেফতারকৃত রাশেদ উপজেলার সরকারি ইকবাল মেমোরিয়াল ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি। সে উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের করমুল্যাহপুর গ্রামের দুলা কাজী ভূঞা বাড়ির মৃত শাহজান ভূঞার ছেলে।
ভূক্তভোগী রেজাউল উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের মৃত সোলায়মানের ছেলে। সে দুধমুখা বাজারে বারিক ট্রেডার্স নামীয় ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। চাঁদাবাজ রাশেদ বিভিন্ন অবৈধ কর্মকান্ড মাদক সেবন, চাঁদাবাজি ও নারী ঘটিত বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত রয়েছে বলে স্থানীয়রা জানান। তবে ভয়ে কেউ নাম প্রকাশ করতে অনীহা প্রকাশ করেন।
পুলিশ ও ভুক্তভোগীর এজাহার সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৬ মে) বিকেল ৩ টার দিকে উপজেলার দুধমুখা বাজারের হাজী বারিক ট্রেডার্সের স্বত্বাধিকারী রেজাউল হকের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে ব্যবসায়ী রেজাউল হককে মারধর করে। পরে ভুক্তভোগী ব্যবসায়ী রেজাউল দাগনভূঞা থানায় মারধর ও চাঁদাবাজির মামলা করলে থানা পুলিশ রাশেদকে রবিবার (৮ মে) দুপুর ১২টার দিকে গ্রেফতার করে।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম ধৃত আসামিকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিকে আদালতের প্রেরণ করা হয়েছে।