ফরিদপুরে জোড়া খুনের ঘটনায় আ'লীগ নেতাসহ ৮১ জনের বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৪৩ পিএম, ৮ মে,রবিবার,২০২২ | আপডেট: ০৭:২০ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
ফরিদপুরের বোয়ালমারীতে ঈদের দিন দুপুরে প্রতিপক্ষের হামলায় দুইজন নিহতের ঘটনায় উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান ফারুক হোসেনকে প্রধান করে ৮১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলাদায়ের করা হয়েছে। এ মামলায় আরও ৫০ জন অজ্ঞাতনামা ব্যাক্তিকে আসামি করা হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা জামান সিদ্দিকী বাদী হয়ে বোয়ালমারী থানায় এ হত্যা মামলাটি দায়ের করেন। পুলিশ এজাহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করেছে।
তারা হলেন, মামলার এজাহারভুক্ত দুই নম্বর আসামি গোহাইলবাড়ি গ্রামের নওশের শেখ (৪৫), ১২ নম্বর আসামি চরদ্যৈতরকাঠি গ্রামের বাসিন্দা ও ঘোষপুর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য দেলোয়ার হোসেন মোল্লা (৩৪), ৭০ নম্বর আসামি চন্ডিবিলা গ্রামের মতিয়ার রহমান (৪২) ও ৭২ নম্বর আসামি দেলোয়ার হোসেন (৪৫)।
প্রসঙ্গত গত মঙ্গলবার বেলা ২টার দিকে গোহাইলবাড়ী বাজার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে ঘোষপুর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. খায়রুল শেখ (৪৭) ও গোহাইলবাড়ি বাজারের ব্যবসায়ি মো. আকিদুল মোল্লা (৪৫) নিহত হন।
ওই হত্যাকান্ডের পাঁচদিন পর শনিবার রাতে থানায় মামলাটি নথিভুক্ত করা হয়। পুলিশ গ্রেপ্তার হওয়া মামলার এজাহারভুক্ত চার আসামিকে রবিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দিয়েছে।
জানা যায়, উপজেলার ঘোষপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি ও গোহাইলবাড়ি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আহমেদের (৯২) সাথে গোহাইলবাড়ি গ্রামের মরহুম বজলুর রহমানের ওরফে বজলু খালাসির এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
গত ১৬ এপ্রিল স্থানীয় গোহাইলবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের নির্বাচনে আলাউদ্দিন আহমেদের বড় ছেলে উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোস্তফা জামান সিদ্দিকী ও মরহুম বজলুর রহমানের ছেলে উপসহকারী কৃষি কর্মকর্তা আরিফ হোসেনকে হারিয়ে পুনরায় সভাপতি নির্বাচিত হন। এ ঘটনার পর থেকে দুই পরিবারের মধ্যে বিরোধ তীব্র আকার ধারণ করে। এর জের ধরে গত ৩ মে দুপুর ২টার দিকে মোস্তফা জামানসহ নিহত-আহতরা গোহাইলবাড়ি বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বসে চা খাচ্ছিলেন। এ সময় আসামিরা রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত তাদের উপর হামলা চালালে এ জোড়া খুনের ঘটনা ঘটে।
ফরিদুপুরের সহকারী পুলিশ সুপার মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা সার্কেল সুমন কর বলেন, ঈদের দিনে প্রতিপক্ষের হামলায় দুইজন নিহতের ঘটনায় মামলা হয়েছে। ঘটনাস্থল এখন শান্ত রয়েছে।