দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ আজ দিশেহারা - এনপিপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:০৯ পিএম, ৭ মে,শনিবার,২০২২ | আপডেট: ০৩:৪৭ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপির চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলুর ৫ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এনপিপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এর আগে সকালে বনানী কবরস্থানে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন এনপিপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়া শেখ নিলুর রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও ঢাকাসহ বিভিন্ন জেলায় দুস্থদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। এনপিপির চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালু দেশের বাইরে থেকে দেশবাসীর কাছে শেখ শওকত হোসেন নিলুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কঠোর সমালোচনা করে তারা আরো বলেন, দেশের নিম্ন আয়ের মানুষ আজ দিশেহারা। এভাবে দেশ চলতে পারে না। কাজেই অবিলম্বে দ্রব্যমূল্য হ্রাস করুন, তা নাহলে বৃহত্তর কর্মসূচি দিয়ে এনপিপি মাঠে নামবে।
এনপিপির প্রেসিডিয়াম সদস্য মো. ইদ্রিস চৌধুরীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সভাপতি এ কে এম মহিউদ্দিন আহমেদ বাবলু, ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ ভাসানীর চেয়ারম্যান মোঃ আব্দুল হাই সরকার, এনপিপির প্রেসিডিয়াম সদস্য শেখ আবুল কালাম, মো. রওশন আলম, আশা সিদ্দিকা, মোহাম্মদ আনিসুর রহমান দেওয়ান, মামুনুর রশীদ, ডা. মো. আলতাফ হোসেন, সৈয়দ মাহমুদুল হক আক্কাছ প্রমুখ।
প্রসঙ্গত, ২০১৭ সালের ৬ মে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শেখ শওকত হোসেন নিলু। বিএনপির প্রতিষ্ঠাকালীন কৃষিবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন শেখ শওকত হোসেন নিলু।