অনেক দেশে তেলের দাম দ্বিগুণ হয়েছে - কাদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৩৭ পিএম, ৬ মে,শুক্রবার,২০২২ | আপডেট: ০৯:১৬ পিএম, ১৪ ডিসেম্বর,শনিবার,২০২৪
দেশে সয়াবিন তেলের দাম বাড়লেও বিশ্বের অনেক দেশেই এই তেলের দাম আরও অনেক বেশি বেড়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, অনেক দেশে সয়াবিন তেলের দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে। ইউক্রেন যুদ্ধের কারণে তেলের দামে প্রভাব পড়ছে। তেল-জ্বালানিসহ সবকিছুর দামই সারাবিশ্বে ঊর্ধ্বমুখী। বাংলাদেশ তো কোনো আইসোলেটেড জায়গা না। কাজেই এর প্রভাব সব জায়গায় পড়বেই।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড ৬ লেনে উন্নীতকরণ প্রকল্প পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, শ্রীলংকার মতো দেশে রিজার্ভ এখন মাত্র ৫০ মিলিয়ন, যা কয়েক মাস আগে ছিল ২ কোটি বিলিয়ন। ফলে তারা সমস্যায় পড়েছে। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন ক্রাইসিস ম্যানেজার। তিনি তার দূরদর্শী রাজনীতি দিয়ে করোনা সংকটসহ বিভিন্ন ধরনের সংকট মোকাবিলা করেছেন। ভবিষ্যতেও সংকট মোকাবিলা করবেন।
আগের যেকোনো সময়ের তুলনায় এবারের ইদযাত্রা ভালো হয়েছে বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের। তবে এ বিষয়টির কারণে বিএনপি কষ্ট পেয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
সরকারের এই সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ইদে মানুষের আনন্দটা হাসিমুখে দেখেছি। রাস্তা থেকে যাত্রীদের টেলিফোন পাইনি। ঘরমুখো মানুষের কান্না ভোগান্তি হয়নি। এ কারণে আমি খুব খুশি। কিন্তু মানুষ যখন আনন্দ পায়, বিএনপি তখন কষ্ট পায়। তাই ইদযাত্রায় মানুষ স্বস্তি পেলেও বিএনপি কষ্টে আছে।