বাউফলে আ’লীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন : দলীয় কার্যালয়ে ১৪৪ ধারা জারি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৫৫ পিএম, ৬ মে,শুক্রবার,২০২২ | আপডেট: ১১:৫৭ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
পটুয়াখালীর বাউফল উপজেলা আওয়ামী লীগের দুই গ্রুপ একই সময় দলীয় কার্যালয় জনতা ভবনে সংবাদ সম্মেলন আহবান করায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। শান্তি শৃংখলা রক্ষায় কার্যালয়ের আশপাশ এলাকার ৫০০ গজ পর্যন্ত আজ শুক্রবার সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত ১৪৪ জারি করেছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন। এ আদেশ বলে বাউফল পৌর শহরে মাইকিং করা হয়।
জানা গেছে, আজ শুক্রবার সকাল ১০টায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় জনতা ভবনে সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি ও বাউফল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ.স.ম ফিরোজ (এমপি)’র গ্রুপ সংবাদ সম্মেলনের আয়োজন করে। ঠিক একই সময় একইস্থানে সংবাদ সম্মেলন আহবান করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব হাওলাদার। আওয়ামী লীগের দুই গ্রুপ একইস্থানে একইসময় সংবাদ সম্মেলন আহবান করায় আইন শৃঙ্খলার স্বার্থে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে। প্রশাসনের ১৪৪ ধারা ঘোষণার পরে মোতালেব গ্রুপের সংবাদ সম্মেলন দুপুর ১২টায় বাউফল প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। এতে উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক ও দাশপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এন.এম জাহাঙ্গীর হোসেন, মদনপুরা ইউনয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মস্তোফা হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ জাগাঙ্গীর হোসেন তালুকদার, বাউফল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে বেলা ১১টায় পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও পৌর আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিম ফারুকের বাসভবনে এমপি আ.স.ম ফিরোজ গ্রুপের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়াম নিসু, কেশবপুর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ সালেহ উদ্দিন পিকু, সূর্যমনি ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু, কালিশুরী ইউনিয়নের চেয়ারম্যান নেছারউদ্দিন জামাল শিকদার, কনকদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহীন হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আল মামুন বলেন, আওয়ামী লীগের দুই গ্রুপের সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে শান্তি শৃংখলা বজায় রাখতে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করার পর অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। পুলিশি টহল জোরদার করায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।