রাজশাহীতে বিএনপি নেতা শাহীন শওকত’র বাড়িতে ককটেল হামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৩০ পিএম, ৬ মে,শুক্রবার,২০২২ | আপডেট: ০১:২৯ পিএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট সৈয়দ শাহীন শওকত এর নগরীর মোন্নাফের মোড়ে অবস্থিত নিজ বাড়ি ককটেল হামলা করা হয়েছে।
আজ শুক্রবার বাদ জুম্মা কে বা কারা এই কাজ করেছে। এ বিষয়ে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ বলেন, রাজশাহী বিভাগে শাহীন শওকত স্বচ্ছতার সাথে দীর্ঘদিন থেকে রাজনীতি করে আসছেন। তিনি কখনো অন্যায়ের সাথে আপোস করেন না। তিনি রাজশাহী মহানগর ও জেলাসহ বিভাগের অন্যান্য জেলায় বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনকে সুসংগঠিত করতে আপ্রাণ চেষ্ঠা করে যাচ্ছেন। এ কারনেই হয়তবা একটি মহল তাঁর এই কর্মকান্ড সহ্য করতে না পেরে প্রতিহিংসামূলক এই ধরনের অপকর্ম করছে বলে তারা উল্লেখ করেন।
এদিকে বিএনপি’র একাধিক নেতৃবৃন্দ বলেন, শাহীন শওকত এর নেতৃত্বে বর্তমানে রাজশাহী মহানগর ও জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠন সহ রাজশাহী বিভাগে প্রাণের চাঞ্চল্যতা ফিরেছে। তাঁর দৃঢ় নেতৃত্বে বিএনপি এখন আরও অনেক শক্তিশালী। সকল ধরনের আন্দোলনের জন্য এখন প্রস্তুত। শাহীন শওকতের এই সাফল্যের প্রতি ঈর্ষান্বিত হয়ে এই ধরনের কাজ করেছে বলে জানান তারা।
বাড়িতে ককলেট চার্জ বিষয়ে জানতে চাইলে শাহীন শওকত বলেন, কে এই কাজ করেছে তিনি বলতে পারছেন না। এভাবে বাড়িতে ককটেল কেন বোমা মারলেও তিনি ভীত নন। কারণ তিনি বাংলাদেশ জাতীয়তাদী দলের একজন একনিষ্ঠ কর্মী। তিনি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপার্সন তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী আপোসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের সৈনিক এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত আস্থাভাজন একজন কর্মী বলে দাবী করে তিনি বলেন, শত অত্যাচার ও নির্যাতন করে তাঁকে দমিয়ে রাখা যাবেনা।
তিনি দলের জন্য প্রাণ বিসর্জন দিয়ে হলে সর্বদা কাজ করে যাবেন বলে উল্লেখ করেন তিনি। এ বিষয়ে আরএমপি বোয়ালিয়া মডেল থানায় মৌখিক অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান শাহীন শওকত। শেষ খবর লেখা পর্যন্ত এ নিয়ে থানায় লিখিত অভিযোগ প্রদানের প্রক্রিয়া চলছিলো বলে জানা গেছে।