রামপালে বিএনপি নেতা ডক্টর ফরিদের ধারাবাহিক মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৪১ পিএম, ৫ মে,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০২:৩৭ এএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম রামপাল ও মোংলা বিএনপির নেতাকর্মীদের সাথে ঈদ পরবর্তী ধারাবাহিকভাবে মতবিনিময় করছেন। গত বুধবার ও বৃহস্পতিবার দুই দিন মৃত্যুবরণকারী বিএনপি নেতাগণের কবর জিয়ারত ও তাদের পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় ও খোঁজ খবর নেন। এ সময় সদ্য নিহত হওয়া বিএনপি কর্মী কুমলাই গাববুনিয়া গ্রামের দিদারুল আলমের বাড়িতে যান এবং পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এ ছাড়াও তিনি উপজেলার গৌরম্ভা ইউনিয়ন ও রাজনগর ইউনিয়ানের অসুস্থ নেতাকর্মীদের বাড়িতে যান এবং অসচ্ছলদের আর্থিক সহায়তায় প্রদান করেন।
আজ বৃহস্পতিবার সকালে বাইনতলা ইউনিয়নসহ মোংলা থেকে আগত বিপুল সংখ্যক নেতা কর্মীর সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় ও সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার উপর গুরুত্বারোপ করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নের উপর জোর দেন। গণতন্ত্র পুনরুদ্ধার ও বেগম খালেদা জিয়ার মুক্তি নিশ্চিত করতে সকালের প্রতি আহবান জানান এই নেতা।
ধারাবাহিকভাবে মতবিনিময়ে তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাটোয়ারী, সাবেক উপজেলা বিএনপি দপ্তর সম্পাদক কাজী জাহিদুল ইসলাম, সাবেক উপজেলা বিএনপি সহ সভাপতি ফকির শাহাদাৎ হোসেন, বাঁশতলী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আজমি, ফকির আবু জাফর, পেড়িখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ মোতাহার আলী, ইজারাদার মহসীন হোসেন, রামপাল সদরের সভাপতি নুরুল্লাহ খোকন, উজলকুড় ইউনিয়ন বিএনপির সিরাজুল ইসলাম, জাহিদুল ইসলাম বাবলা, গৌরম্ভা ইউনিয়ন বিএনপির আমিনুল ইসলাম কুটি, মাষ্টার মুজিবর রহমান, শেখ আসাদুজ্জামান, তাতী দলের সভাপতি সরদার বাকী বিল্লাহ, মৎস্যজীবি দলের সভাপতি মো. লিয়াকত হোসেন, রামপাল উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান পিয়াল, সদস্য সচিব আলমগীর কবির বাচ্চু, শাহাজালাল গাজী, সেচ্ছাসেবক দলের সভাপতি কাজী ওজিয়ার রহমান, ছাত্রদলের সভাপতি মোল্লা তরিকুল ইসলাম শোভন, মোফাজ্জল হোসেন বাদল প্রমুখ। নেতৃবৃন্দ এ সময় বিলুপ্ত ঘোষণা করা উপজেলা বিএনপি কমিটিসহ সকল কমিটি দ্রুত গঠনের জোর দাবী করেন। এর পূর্বে ডক্টর শেখ ফরিদুল ইসলামের কাছে আগত শত শত অসহায় ও দুস্থদের আর্থিক সহায়তায় প্রদানসহ ঈদ সামগ্রী প্রদান এবং নেতা কর্মীদের নামে দায়ের করা হয়রানি মূলক মামলার খোঁজ খবর নেন। সুখে দুঃখে আমৃত্যু সকলের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।