কাপাসিয়ায় জেলা বিএনপি’র সম্পাদক শাহ্ রিয়াজুল হান্নানের ঈদের শুভেচ্ছা বিনিময়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:০৯ পিএম, ৫ মে,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১০:২১ পিএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
গাজীপুর জেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ ঈদ পরবর্তী দলীয় তৃণমূল নেতা-কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। জেলা ও উপজেলা পর্যায়ের সিনিয়র নেতাদের সাথে নিয়ে গতকাল বুধবার (৪মে) সকালে উপজেলার চাঁদপুর বাজারে স্থানীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়ের মধ্যদিয়ে দিনব্যাপী ১১ ইউনিয়নে গণসংযোগ, মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় শুরু করেন। এসময় তিনি দলীয় নেতা-কর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন।
দিনব্যাপী উপজেলার ১১ ইউনিয়নে শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগের অংশ হিসাবে পর্যায়ক্রমে চাঁদপুর ইউনিয়নের চাঁদপুর বাজার, দূর্গাপুর ইউনিয়নের রাওনাট বাজার, উপজেলা সদর ইউনিয়নের কাপাসিয়া বাজার, তরগাঁওয়ের গিলাপুরা ঈদগা মাঠ, রায়েদ ইউনিয়নের আমরাইদ বাজার, সিংহশ্রী ইউনিয়নের কপালেশ্বর বাজার, টোক ইউনিয়নের বীর উজলী বাজার, ঘাগুটিয়া ইউনিয়নের প্রয়াত হান্নান শাহ্’র বাড়ি, বারিষাব ইউনিয়নের গিয়াসপুর, সনমানিয়া ইউনিয়নের আড়াল বাজার, কড়িহাতা ইউনিয়নের কবিরের বাজারে নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে দলীয় নেতা-কর্মীরা শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজকে আন্তরিক অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান।
অতিসম্প্রতি অনুষ্ঠিত সম্মেলণে বিপুল ভোটে বিজয়ী গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজের সফর সঙ্গী হিসাবে সাথে ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির সভাপতি আবু তাহের মুসল্লী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধ আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, জেলা বিএনপির প্রবীন নেতা অ্যাডভোকেট সোলায়মান দর্জী, যুগ্ম-সাধারণ সম্পাদক আফজাল হোসাইন, এফএম কামাল হোসেন, ফকির ইসকান্দার আলম জানু, সাংগঠনিক সম্পাদক মোঃ মহসীন আলম রিটন, অ্যাডভোকেট মতিউর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট ইকবাল হোসেন শেখ, সহ-সাধারণ সম্পাদক অ্যাড. আজিজুল হক বাবুল, মীর মাসুদ করিম, সদস্য সিনিয়র সাংবাদিক রাশেদুল হক, সাইফুল ইসলাম বাদল, তথ্য ও গবেষণা সম্পাদক শেখ মঞ্জুর হোসেন মিলন, জেলা যুবদলের আহবায়ক আতাউর রহমান মোল্লা, উপজেলা যুবদলের সভাপতি ফরিদুল আলম বুলু, সম্পাদক জুনায়েদ হোসেন লিয়ন, উপজেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন শিশির, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, উপজেলা কৃষক দলের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক মজিবুর রহমান টিক্কা, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফরিদ শেখ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমূখ। সকাল দশটায় শাহ্ রিয়াজুল হান্নানকে উপজেলার চাঁদপুর বাজারে অপেক্ষেয়মান বিভিন্ন পর্যায়ের দলীয় নেতৃবৃন্দ স্বাগত জানান। জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ রিয়াজুল হান্নান দিনব্যাপী পূর্বনির্ধারিত স্থানে উপস্থিত বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় শুভেচ্ছা বক্তব্যে শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ বলেন, কাপাসিয়ার উন্নয়নের রূপকার আমার পিতা প্রয়াত ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আ স ম হান্নান শাহ্’র আজীবনের লালিত স্বপ্ন পুরনে আমি বদ্ধপরিকর। তিনি সকলের দোয়া ও সার্বিক সহযোগিতায় বিএনপি দলীয় আদর্শ বাস্তবায়ন এবং যে কোন ধরনের আন্দোলন সংগ্রামে সর্বাত্বক অগ্রণী ভূমিকা রাখার আশ্বাস প্রদান করেন।