রাজশাহীতে বিএনপি’র ঈদ পূণর্মিলনী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৩৫ পিএম, ৫ মে,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১১:৫১ এএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
রাজশাহীতে হঠাৎ করেই বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগি সংগঠনের ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত হয়। এই পূণর্মিলনীতে মহানগরীর সকল থানা ও ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ সকল পর্যায়ের নেতাকর্মী এবং বর্তমান ও সাবেক যুবদল, স্বেচ্ছাসেবক দল কৃষকদল, তাঁতীদল ও ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ অন্যান্য নেতাকর্মী নগরীর বাটার মোড়ে উপস্থিত হন।
এসময়ে তাদেরর সাথে যোগ দেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন। তিনি উপস্থিত নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিমিয় করেন এবং সকলকে নিয়ে দলকে সুসংগঠিত করে আগামীতে এই ফ্যাসিস্ট সরকার পতনের আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন, কিভাবে বেগম খালেদা জিয়াকে মুক্ত ও তারেক রহমানকে দেশে আনা যায় এবং নিশি রাতের সরকারের পতন কিভাকে করা যাবে এবং আগামী নির্বাচনের পূর্বে নিদর্লীয় নিরপেক্ষ সরকার গঠন ও নির্বাচন পরবর্তী জাতীয় সরকার গঠনের কথা বলেন। সেই সাথে হাই কমান্ডের নির্দেশে দলকে সংগঠিত করার কথাও বলেন তিনি।
তিনি আরও বলেন, নতুন ও পুরাতনদের নিয়ে একসাথে আপোসহীন নেত্রী ও হাইকমান্ডের নির্দেশে এই রাতের আঁধারের সকরকারের পতনের আন্দোলনে সকলকে রাজপথে নামার আহবান জানান মিলন।