ভোটের উৎসবকে কলঙ্কে পরিণত করা হয়েছে - শহিদুল ইসলাম বাবুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:২৪ পিএম, ৫ মে,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৩:৫১ এএম, ১০ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
জাতীয়তাবাদী কৃষকদলের সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, এদেশে ভোট মানেই একটা উৎসব ছিলো। কিন্তু সেই ভোটকে আজ কলঙ্কে পরিণত করা হয়েছে। দিনের ভোট রাতের বেলায় দিয়ে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। সরকার খালেদা জিয়াকে বন্দি করে রেখেছে কারণ খালেদা জিয়া জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন সংগ্রাম করছেন।
গতকাল বুধবার বিকেলে ফরিদপুরের নগরকান্দার তালমা ইউনিয়নে দক্ষিণ বিলনালিয়া দারুস সালাম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত এক কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুস্থতা কামনায় তালমা ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে এর আয়োজন করা হয়। কৃষকদল নেতা মো. ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক হাজি মো. সাখাওয়াত হোসেন নান্নু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সুলতান সুলায়মান, বিএনপি নেতা নাজিমুদ্দিন লেলিন, অ্যাডভোকেট মামুন উর রশীদ প্রমুখ।
বক্তাগণ বলেন, বিএনপি একটা কৃষিবান্ধব সরকার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষকদের জন্য ৫ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করেছিলেন। ২৫ বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ করেছিলেন। তারা বলেন, একজন বয়োবৃদ্ধ প্রবীণ রাজনীতিবিদ হওয়া সত্বেও খালেদা জিয়াকে বন্দি করে রাখা হয়েছে কারণ তিনি কোন আপস করেন নাই। ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা যেকোন ত্যাগ স্বীকারে প্রস্তুত আছি। জনগণের ভোটের অধিকার নিয়ে আর কাউকে ছিনিমিন খেলতে দেবোনা। ২০২৩ সালে আর কাউকে দিনের ভোট রাতে করতে দেবোনা।
সমাবেশ শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও বিএনপির সাবেক মহাসচিব কেএম ওবায়দুর রহমান ও সাবেক ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।