লাকসামে বিএনপির বিশাল ঈদপুনর্মিলনী নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:০১ পিএম, ৪ মে,
বুধবার,২০২২ | আপডেট: ০৭:৫৩ পিএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
লাকসামে হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির শিল্প-বিষয়ক সম্পাদক, চৈতি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আবুল কালাম।
আজ বুধবার বেলা ৩ টায় নিজ প্রতিষ্ঠিত মো. আবুল কালাম স্কুল, কলেজ ও পলিটেকনিক ইনষ্টিটিউটের বিশাল চত্বরে জাতীয় সংসদের ২৫৭, কুমিল্লা-৯ নির্বাচনী এলাকা বিএনপির তিন গুরুত্বপুর্ন সাংগঠনিক ইউনিট লাকসাম উপজেলা, পৌরসভা, মনোহরগঞ্জ উপজেলা বিএনপি ও দলটির সকল অঙ্গসংঠন সমুহের যৌথ উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীদের উদ্যেশে বিএনপির কেন্দ্রিয় এই নেতা আবুল কালাম বলেন "ভেদাভেদ ভুলে সকলে ঐক্যবদ্ধ থাকুন, ঐক্যবদ্ধ শক্তির কাছে কোন অপশক্তি খুব বেশী সময় টিকে থাকতে পারেনা। সারাদেশে বিএনপির গণজোয়ার সৃষ্টি হয়েছে। জনতার বাঁধভাঙ্গা এই জোয়ারে সকল অন্যায় অবিচার ভেসে যাবে ইনশাআল্লাহ"।
বিশাল এই ঈদপুনর্মিলনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান চেয়ারম্যান, লাকসাম পৌরসভা বিএনপির আহবায়ক আবুল হাসেম মানু, উপজেলা বিএনপির আহবায়ক আব্দুর রহমান বাদল, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক শাহ সুলতান খোকন, লাকসাম পৌরসভা বিএনপির সদস্য সচিব আবুল হোসেন মিলন, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক সরওয়ার জাহান দোলন, লাকসাম উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক হাজী ইব্রাহিম খলিল, কাজী আব্দুর রশিদ, লাকসাম পৌরসভা বিএনপি ও কুমিল্লা দক্ষিন জেলা জাসাসের যুগ্ম-আহবায়ক মনির আহমেদ, লাকসাম উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক, ইসহাক মিয়া, নিজাম উদ্দিন, মিজানুর রহমান, টিআর হারুন, সানাউল হক মন্টু, লাকসাম পৌরসভা বিএনপির যুগ্ম-আহবায়ক আবদুল হক, আহসান হাবিব, কামাল হোসেন, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক শওকত হোসেন শিহাব, লাকসাম উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন মুশু, পৌরসভা যুবদলের সাবেক সভাপতি জিল্লুর রহমান ফারুক, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আনিছুর রহমান দুলাল, মনোহরগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রহমত উল্লাহ জিকু, লাকসাম পৌরসভা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু বকর ছিদ্দীকি মিল্টন, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি মনিরুজ্জামান মনু, লাকসাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদ রানা বেলাল, মনোহরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাহারুল আলম, লাকসাম পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিসবাউল ইসলাম ফয়সাল, যুগ্ম- আহবায়ক সোহেল আরমান, ছাত্রদল নেতা বায়েজিদ মির্জা, আলী হোসেন, শাখাওয়াত হোসেন, কাজী আজগর প্রমুখ নেতৃবৃন্দ।