জনগণের ওপর বিএনপির কোনো আস্থা নেই - হানিফ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৫৪ পিএম, ৪ মে,
বুধবার,২০২২ | আপডেট: ০৩:৫০ এএম, ১১ ডিসেম্বর,
বুধবার,২০২৪
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, জনগণের ওপর বিএনপির কোনো আস্থা নেই। বিএনপিনেত্রী খালেদা জিয়ার হাত থেকে দেশের মানুষ গণতন্ত্র রক্ষা করেছে।
আজ বুধবার বেলা ১১টায় কুষ্টিয়া শহরের পিটিআই রোডের বাসভবনে পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।
মাহবুবউল আলম বলেন, তিনি (খালেদা জিয়া) ক্ষমতায় থাকতে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ২০০৪ সালের ২১ আগস্ট সমাবেশে গ্রেনেড হামলা চালিয়ে বিরোধী দলীয় নেত্রীসহ নেতাদের হত্যার মাধ্যমে ক্ষমতা পাকপোক্ত করতে চেয়েছিলেন। তার মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকা অবস্থায় আওয়ামী লীগের ২৬ হাজার নেতাকর্মীকে যারা হত্যা করেছিল, তাদের মুখে গণতন্ত্রের কথা হাস্যকর।
হানিফ আরও বলেন, ‘খালেদা জিয়া দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়ে আদালত কতৃক দণ্ডিত হয়ে কারাগারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদৌলতে উনি এখন বাসায় আছেন। তিনি যদি বলেন দেশের অর্থনীতির মুক্তির জন্য, গণতন্ত্রের জন্য আন্দোলন করতে হবে-এরচেয়ে হাস্যকর কোনো উক্তি আর হতে পারে না।’