কুষ্টিয়ায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ৪
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৫৭ পিএম, ২ মে,সোমবার,২০২২ | আপডেট: ০৭:২১ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
কুষ্টিয়ার ঝাউদিয়া ইউনিয়নের আস্থা নগর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের বিবদমান দুই গ্রুপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।
আজ সোমবার ইফতারির আগে ঝাউদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান কেরামত আলী বিশ্বাস এবং ফজলু মণ্ডল গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে নিহতরা হলেন-মৃত হোসেন আলীর ছেলে কাশেম (৫০), দাদি মণ্ডলের ছেলে লাল্টু (৩০), আব্দুল মালিথার ছেলে রহিম (৫০) ও আফজাল মণ্ডলের ছেলে মতিয়ার (৪০)। সংঘর্ষ চলাকালে দেশীয় অস্ত্রের আঘাতে ওই চারজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
কুষ্টিয়ার পুলিশ সুপার মো. খায়রুল আলম দু'গ্রুপের সংঘর্ষে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সংঘর্ষে উভয় গ্রুপের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৮ জনকে আশঙ্কাজনক অবস্থায় ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষ এড়াতে এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত চারজনের লাশ ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।