জহির উদ্দিন স্বপনের বাড়িতে আওয়ামী সন্ত্রাসীদের সশস্ত্র মহড়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৫৯ পিএম, ২ মে,সোমবার,২০২২ | আপডেট: ০৫:২৪ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের ছাত্রনেতা ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনের গ্রামের বাড়ির চারপাশে গতকাল রবিবার ইফতারের পর সশস্ত্র মহড়া দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। বাড়ির পাশের হাটে সমাবেশ করে নানা রকম হুমকি-ধামকিও দিয়েছে তারা।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গ্রামের বাড়ি বরিশাল জেলার গৌরনদী উপজেলার সরিকল গ্রামে ঈদের জামাতে নামাজ পড়ার ঘোষণা দিয়েছেন জহির উদ্দিন স্বপন। পারিবারিক কবরস্থানে মা-বাবার কবর জিয়ারত করার জন্য ঢাকা থেকে বরিশাল শহরে আসেন।
জহির উদ্দিন স্বপনের রওনা হওয়ার সংবাদ পেয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা সংগঠিত হতে থাকে। গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আনিসুর রহমান হারিস এর নেতৃত্বে রয়েছেন। মেয়র হারিস নেতাকর্মীদের উদ্দেশে নানা ধরনের উস্কানিমূলক বক্তব্য রাখছেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের জহির উদ্দিন স্বপনের বাড়ি ও গাড়িতে হামলা করার ইন্ধন জোগাচ্ছে।
জহির উদ্দিন স্বপন ঈদ উপলক্ষে গ্রামের বাড়িতে গেলে তাকে প্রতিরোধ করা হবে বলেও ঘোষণা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে স্থানীয় বিএনপি'র নেতাকর্মীদের বাড়িঘরেও হামলা চালানো হচ্ছে, নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছে।
এ ব্যাপারে জহির উদ্দিন স্বপন গৌরনদী থানার ওসি আফজাল হোসেনের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেছেন, কিন্তু থানা পুলিশের পক্ষ থেকে তার বাড়ির নিরাপত্তার বিষয়ে কোনো আশ্বাস দেওয়া হয়নি।
জহির উদ্দিন স্বপন বলেন, পবিত্র ঈদ উপলক্ষে গ্রামের বাড়িতে বাবা-মার কবর জিয়ারত ও স্থানীয় মুসল্লিদের সঙ্গে ঈদের জামাতে নামাজ আদায় করার আগ্রহ থেকে বাড়ির উদ্দেশে রওনা করেছি। কিন্তু যেভাবে ভয়ভীতি হুমকি-ধামকি দেওয়া হচ্ছে তাতে স্থানীয় পুলিশ প্রশাসন ও স্থানীয় নেতাকর্মীরা আমাকে বাড়ি যেতে নিরুৎসাহিত করছেন। প্রশাসন কোনো ধরনের সহযোগিতা করছে না। আওয়ামী সন্ত্রাসীদের হুমকি-ধামকি হামলা নির্যাতন ও সশস্ত্র মহড়ায় এলাকাবাসী ভীতসন্ত্রস্ত অবস্থায় রয়েছেন।