খালেদা জিয়ার সুস্থতা কামনায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ইফতার ও দোয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:০৬ পিএম, ১ মে,রবিবার,২০২২ | আপডেট: ০৯:১৫ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এবং সাবেক সংসদ সদস্য মরহুম শহীদুল ইসলাম মাষ্টারের আত্মার মাগফিরাত কামনায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ এর পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহেশপুর উপজেলা বিএনপি'র সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান রনি। সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ এর প্রতিষ্ঠাতা আবিদ কামাল রুবেল।
এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক এবং ছাত্রদলের নেতৃবৃন্দ।